দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট
জুলাই আন্দোলনকেন্দ্রিক মামলা: সালমান এফ রহমানসহ ৯ জন গ্রেপ্তার
যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ নয়জনকে গ্রেপ্তার দেখানো হয়।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখান।
গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন— সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক আইজিপি শহিদুল হক, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান। তাদের মধ্যে সালমান এফ রহমান, দিপু মনি ও আমু এক মামলায়, আনিসুল হক, পলক, জাহাঙ্গীর, শহিদুল ও আবুল হাসান দুই মামলায় এবং মনুকে আট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন