স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন সীমান্তে বিএসএফের হাতে আটক: কাঁটাতার বাধা আর শেষ না করলো না
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (১২ জুলাই) বিকেল ৪টায় বিএসএফ ও বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তামাবিল বিওপির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি সদস্যরা আটক হওয়া মুখলেছুর রহমান সুমনকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে।
জানা গেছে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক নেতা মোখলেছুর রহমান সুমন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসিন্দা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর দমন পীড়নসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সুমনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন