গুলশানে উদ্ধার অভিযান সমাপ্ত, ২০ জন নিহত : আইএসপিআর
গুলশানের স্প্যানিশ রেস্টুরেন্ট হলি আর্টিসানে শুক্রবার রাতেই সন্ত্রাসীরা বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে। হামলার পর সেখান থেকে ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। সকালে কমান্ডো অভিযানে জীবিত উদ্ধার করা হয়েছে ১৩ জনকে। এ সময় ৭ সন্ত্রাসীর মধ্যে ৬ জন নিহত হন। সন্দেহভাজন এক সন্ত্রাসী গ্রেফতার হয়।
শনিবার দুপুরে আইএসপিআর সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানায়।
এর আগে সকাল সাতটা ৪০ মিনিটে উদ্ধার অভিযান শুরু হয়ে শেষ হয় ৯টা ৩২ মিনিটে শেষ হয়।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন