জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এজন্য সবাইকে জঙ্গিবাদবিরোধী ঐক্যমত গড়ে তুলতে হবে।
শনিবার রাজারবাগ পুলিশ লাইনে এসি রবিউল ও ওসি সালাউদ্দিনের জানাজা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। যে জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত বের করা হবে। তবে এটি যে জঙ্গি হামলা তা প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার রাতে গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলা হয়। জিম্মি সংকটের সমাপ্তি ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে। হামলায় বনানী থানার ওসি সালাউদ্দিন এবং ডিবির এসি রবিউল ইসলাম মারা যান। সন্ত্রাসীরা ওই রেস্টুরেন্টে অন্তত ২০ জনকে হত্যা করে। পরে শনিবার সকালে কমান্ডো বাহিনীর অভিযানে ছয় জঙ্গি নিহত হয় এবং এক জঙ্গিকে আটক করা হয়।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন