লস এঞ্জেলেস থেকে উড্ডয়নের পর ডেল্টা বিমানের ইঞ্জিনে আগুন, নিরাপদে জরুরি অবতরণ
সচিবালয়ে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, আহত অর্ধশতাধিক
সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সময় সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা যায়। এই ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়।
আজ মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
এর আগে বিকেল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এর পর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন