প্রধান উপদেষ্টা গণভবনে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নির্মাণকাজ পরিদর্শন করলেন
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে গণভবনে নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৫ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, সংগ্রাম, শহীদ ও বিজয়ের স্মারক হিসেবে জাদুঘরটি নির্মিত হচ্ছে।
পরিদর্শনের সময় তিনি প্রকৌশলী, স্থপতি ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন