দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট
সিলেটে ঈদে মিলাদুন্নবীর র্যালিতে ছাত্র-জনতার ঢল
প্রতিবছরের ন্যায় এবারও সিলেটে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ‘মুবারক র্যালি’ করা হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে শনিবার বিকেলে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। নগরীর সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে। র্যালিতে প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্লেকার্ড শোভাবর্ধন করে।
শিল্পীর সঙ্গে অংশগ্রহণকারীরা গাইতে থাকেন- সালাম সালাম নবী সালাম সালাম..., মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম..., বালাগাল উলা বি-কামালিহি..., শামসুদ্দোহা আসসালাম-বদরুদ্দুজা আসসালামসহ বিভিন্ন শ্লোক।
এর আগে যুহরের নামাজের আগ পর্যন্ত প্রিয়নবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনানা সভায় বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.) সমগ্র জাহানের জন্য রহমতস্বরূপ। তার আগমনে পৃথিবী অন্ধকার থেকে আলোর পথ পেয়েছিল। তিনি দুনিয়া ও আখিরাতের সরদার। তিনি শুধুমাত্র নবুওয়াত প্রকাশের পরে নয় বরং বাল্যকাল থেকেই সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন। সবাই প্রধান অতিথির বক্তব্য দেন দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী ও প্রধান বক্তা ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।
র্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক সুলাইমান আহমদ চৌধুরী এর সভাপতিত্বে এবং সদস্য সচিব হুসাইন আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আনজুমানে আল ইসলাহ’র নির্বাহী সভাপতি অধ্যক্ষ মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম মনজলালী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি মাওলানা আব্দুর রকিব, সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, মাওলানা শেহাব উদ্দিন আলীপুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, অর্থ সম্পাদক মাওলানা গুফরান আহমদ চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, আনজুমানে আল ইসলাহ ইউকের কাউন্সিল মেম্বার মাওলানা আব্দুল কুদ্দুছ, এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন