দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট
অমর্ত্য রায় ভিপি পদে লড়তে পারবেন না, প্রার্থিতা বাতিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি পদে অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। শনিবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী অমর্ত্য রায় জনকে জাকসু গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার জন্য অযোগ্য বিবেচিত হওয়ায় তার নাম ভোটার ও প্রার্থী তালিকা থেকে প্রত্যাহার করা হলো।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট জাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়৷ এর পর ২৫ আগস্ট খসড়া প্রার্থী তালিকা ও ২৯ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভিপি প্রার্থী হিসেবে অমর্ত্য রায়ের নাম ছিল৷ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের ৮ দিন পর আজ তার প্রার্থিতা বাতিল করা হয়েছে৷
এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একে এম রাশিদুল আলম বলেন, সকালে সিন্ডিকেট থেকে জানানো হয়, অমর্ত্য নিয়মিত শিক্ষার্থী নন। জাকসু সংবিধান অনুযায়ী অনিয়মিত শিক্ষার্থীরা ভোটার বা প্রার্থী হতে পারেন না। তাই তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।
কেন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর এমন সিদ্ধান্ত নেওয়া হলো, জানতে চাইলে তিনি বলেন, আজ সিন্ডিকেট থেকে জানানো হয়েছে। এ বিষয়ে সিন্ডিকেটের কোনো সদস্যকে জিজ্ঞেস করুন।
নাম প্রকাশ না করার শর্তে সিন্ডিকেটের এক সদস্য বলেন, গত বৃহস্পতিবার সিন্ডিকেটে এ সিদ্ধান্ত হয়। অমর্ত্য ১১ আগস্ট যখন মাস্টার্স প্রোগ্রামে আবেদন করেন, তখন একাডেমিক কাউন্সিল ও পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর দেখতে পায় তিনি স্নাতক ডিগ্রি শেষ করতে পারেননি। স্নাতক চূড়ান্ত পরীক্ষা ৪০৮ নম্বর কোর্সে দুবার অকৃতকার্য হয়েছেন। একাডেমিক কাউন্সিল তাকে বিশেষ বিবেচনায় বিশেষ পরীক্ষার সুপারিশ করেছে। এ ধরনের শিক্ষার্থীদের অনিয়মিত ধরা হয়। আমরা নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি।
প্রার্থিতা বাতিলের বিষয়ে অমর্ত্য রায় জন বলেন, আমি প্যানেলের সদস্যদের সঙ্গে আলোচনা করব। যা-ই হোক, সঠিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধান হবে বলে আশা করি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন