মেরিল্যান্ডে ডাক্তার পরিচয় চুরি করে জাল প্রেসক্রিপশন, একজনের দোষ স্বীকার
গলে টেস্টের শুরুটা ধৈর্য আর পরিশ্রমের, প্রথমদিনেই উদযাপন

টেস্টে দ্বাদশ সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে যা তার চতুর্থ এবং গলে দ্বিতীয় সেঞ্চুরি। ছবি: এএফপি

মুশফিক ৯৭ টেস্টের ক্যারিয়ারে শ্রীলঙ্কা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন। মুশফিককে ম্যাথুসের অভিনন্দন। ছবি: এএফপি

আগের ১৩ ইনিংসে ফিফটি ছিল না মুশফিকের। গলে ১৭৬ বলে করা সেঞ্চুরিতে বাউন্ডারি থেকে রান মাত্র ২০। বাকি রান ডাবল-সিঙ্গেলে নিয়েছেন তিনি। ছবি: এএফপি

শান্ত তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পেয়েছেন। ২০ ইনিংস পরে পাওয়া তার সেঞ্চুরি প্রায় ১ বছর ১৭ মাস পর। উদযাপনও তাই বাধ ভাঙা। ছবি: এএফপি

নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম অপরাজিত ২৪৭ রানের জুটি গড়েছেন। টেস্টে চতুর্থ উইকেটে যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ জুটি মুশফিক ও মুমিনুলের ২৬৬। ছবি: এএফপি

শান্ত ও মুশফিক জুটির ২৪৭ রানের ১৫৯-ই নিয়েছেন দৌঁড়ে। শান্ত সিঙ্গেলসে ৫৮ ও মুশফিক ৬৩ রান নিয়েছেন। দু’জনেই ডাবলস আটটি করে। ছবি: এএফপি
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন