দায়িত্বে গাফিলতি: তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। অনেকে বলছেন, দুপুরে খাবার খাওয়া কোনো অপরাধ নয়। সেজন্য তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াটা বাড়াবাড়ি। এ প্রসঙ্গে একটি ব্যাখ্যা দিয়েছে পুলিশ।
বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে শনিবার দেওয়া ব্যাখ্যায় বলা হয়, দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুযায়ী স্পর্শকাতর সময়ে পুলিশের দায়িত্ব, কর্মবন্টন ও বিশ্রাম সংক্রান্ত বিষয়গুলো ‘এসওপি’ (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) দিয়ে নির্ধারণ হয়। সদস্যদের খাওয়া ও বিশ্রামের সুযোগ অবশ্যওই দেওয়া হয়, তবে কর্তব্যপরত সবাই একসঙ্গে তা পান না। এ সুযোগ পর্যায়ক্রমে দেওয়া হয়, যাতে দায়িত্ব পালন নিরবচ্ছিন্ন থাকে। বর্ণিত কর্মকর্তারা (যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে) এসওপি অনুসরণ করেননি। সেজন্যছ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার দায়িত্বে অবহেলার অভিযোগে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনারসহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। সেদিন দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন মো. নজরুল ইসলাম মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে এ আদেশ দেন।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন সহকারী কমিশনার মেহেদী হাসান, মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান।
ডিএমপি সূত্র জানায়, ডিএমপি কমিশনারের নির্দেশনা অনুযায়ী কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানাকে জবাবদিহির আওতায় আনা হবে। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুর এলাকায় সরেজমিন পরিদর্শনে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম। তখন থানার দায়িত্বরত কর্মকর্তারা খাওয়া নিয়ে ব্যস্ত ছিলেন।
শেয়ার করুন