নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত, আহত ১০
নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা সাদেক মিয়া (৪২) নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে এ সংঘর্ষে আরও অন্তত ১০ জন আহত হন, যাদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
নিহত সাদেক আলোকবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা কাইয়ুম গ্রুপের সমর্থক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম ও কাইয়ুম গ্রুপের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষ ঘটে।
সোমবার ভোরে শাহ আলম সমর্থিত একটি দল নদীপথে মুরাদনগরে হামলার চেষ্টা করলে কাইয়ুম গ্রুপ বাধা দেয়। এতে উভয়পক্ষে গুলি ও ককটেল বিস্ফোরণ হয়।
ঘটনার পর পুলিশ, র্যাব ও সেনাবাহিনী এলাকায় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
উল্লেখ্য, একই ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর আরও দুইজন নিহত হন। সব মিলিয়ে তিনজন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন।
শেয়ার করুন