দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট
বিসর্জন মিছিলে দুঃখজনক ঘটনা: নৌকাডুবিতে দুই শিশুর সন্ধান নেই
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে অঙ্কিতা ও তন্ময় নামে ২ শিশু নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় চাঁপাইর তুরাগ নদীতে এই ঘটনা ঘটে।
নিহত পরিবার সূত্রে জানা গেছে, দুর্গাপূজা প্রতিমা বিসর্জনে একটি নৌকায় ১০ থেকে ১২ জন লোক ছিল। সন্ধ্যা ছয়টার দিকে নদের পার ঘেঁষে দুই নৌকা মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি নৌকা পানির নিচে যায় ডুবে যায়। সাঁতার কেটে সবাই উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নামে দুই শিশু নিখোঁজ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন