আপডেট :

        সমুদ্র বাণিজ্যে নতুন ফি: বন্দরে অতিরিক্ত খরচের ঘোষণা

        বাংলাদেশী শর্ট ফিল্ম 'নিশি'র EMA জয়

        মিরাজের প্রশংসা: বাংলাদেশ দলের খেলায় রয়েছে সম্ভাবনা

        পুলিশের বাধা অতিক্রম করে শাহবাগ ব্লকেড: ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের দাবিতে শিক্ষকরা অটল

        গাজায় স্থায়ী শান্তির পথে: ট্রাম্প দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুর ঘোষণা দেন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট

        ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে হেলিকপ্টার দুর্ঘটনা: আহত ৫ জন হাসপাতালে

        প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রেসিডেন্ট বাইডেনের রেডিয়েশন থেরাপি চলছে

        টেনেসিতে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: ১৬ জনের মৃত্যুর আশঙ্কা, কেউ বেঁচে নেই

        মিসিসিপিতে ফুটবল খেলার পর গণগুলি: নিহত ৪, আহত ১২

        পুতিনের মন্তব্য: ট্রাম্প বঞ্চিত হওয়ায় নোবেল পুরস্কারের মর্যাদা ক্ষুণ্ণ

        সমুদ্রের তলায় ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি

        ইশরাক হোসেনের জীবনের নতুন অধ্যায়: কে তিনি বিয়ে করছেন?

        জ্বালানি উপদেষ্টা বলেন, এলপিজি সিলিন্ডারের মূল্য রাখতে হবে ১ হাজার টাকার মধ্যে

        চুয়েটের ‘টিম এসরো’ নাসার গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ ২০২৫-এর বিশ্বজয়ী

        নির্বাচনের ফেব্রুয়ারি তাং নিয়ে মানুষের মধ্যে অবিশ্বাস: মন্তব্য

        সিরিজে রশিদের স্পিনে বাঙালিরা হেরেছে

        আসল নকল মিলছে? আপনার ফোন নকল কিনা জানতে এই উপায়গুলো অনুসরণ করুন

        হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ডেঙ্গুতে মৃত্যুর হার ১ থেকে ৩৮

        দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে তালেবান পররাষ্ট্রমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা

বাইরের চাপে মতবিরোধ, ভেতরে ভোটের প্রস্তুতি তৎপর

বাইরের চাপে মতবিরোধ, ভেতরে ভোটের প্রস্তুতি তৎপর

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া এবং সংসদ নির্বাচনে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি ইস্যুতে চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য এখনো জিয়ল। তবে, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নে এক ধরনের ঐক্য দৃশ্যমান। এমনকি, পিআর ও জুলাই সনদ—মোটা দাগে এই দুটি ইস্যুতে বাইরে মতবিরোধ থাকলেও বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সংশ্লিষ্ট দলগুলোতে চলছে ভোটের প্রস্তুতি।


ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ধরে ইতিমধ্যেই দলের প্রার্থী বাছাই শুরু করেছে বিএনপি। চলতি অক্টোবরের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করতে দলটিতে প্রস্তুতি চলছে। নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগে সমমনা ও যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড় ও মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করতেও কাজ করছে বিএনপি। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সেটির ভিত্তিতে নির্বাচন এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নতুন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেও জামায়াত ইতিমধ্যেই অর্ধশত আসনে দলের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। ঘোষিত প্রার্থীদের বেশির ভাগ নিজ এলাকায় গণসংযোগও করছেন। খোদ দলটির আমির ডা. শফিকুর রহমানও কিছুদিন আগে রাজধানীতে নিজ নির্বাচনি আসনে জুমার নামাজ শেষে এলাকার মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।


চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থীরা প্রায় প্রতিদিনই নিজ নিজ আসনে রীতিমতো ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন, দলীয় প্রতীক ‘হাতপাখা’ নিয়ে মিছিল করে ভোট চাচ্ছেন। মঙ্গলবারও ঢাকা-৭ আসনে প্রচারণা চালিয়েছেন দলটির ঘোষিত প্রার্থী আলহাজ আব্দুর রহমান, তিনি দলের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক। অন্যদিকে, এনসিপি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ ও জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলনসহ অন্য দলগুলোর সম্ভাব্য প্রার্থীরাও নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন। এনসিপির নেতা সারজিস আলম পঞ্চগড়ে নিজ এলাকায় কয়েক দিন ধরে গণসংযোগ করছেন। গণসংহতি আন্দোলনের মুখপাত্র মো. ফারুক হাসান ঠাকুরগাঁওয়ে নিজ এলাকায় ভোটের প্রচারণায় ব্যস্ত।        

বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও নির্বাচন সামনে রেখে ঢাকাসহ সারা দেশে নানা কৌশলে প্রচারণা চালাচ্ছেন। নিয়মিত গণসংযোগ, পথসভা, সভা-সমাবেশও করছেন তারা। রাজধানীর আসনগুলোতে এলাকাবাসীকে ‘শুভেচ্ছা’ ও ‘সালাম’ জানিয়ে পোস্টারও লাগিয়েছেন দলটির সম্ভাব্য প্রার্থীরা। এবারের দুর্গাপূজায় অনুদান দেওয়াসহ স্থানীয় মণ্ডপে-মণ্ডপে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। অন্যান্য দলের নেতারাও নির্বাচন সামনে রেখে মণ্ডপ পরিদর্শনে গিয়ে সংখ্যালঘুদের কাছে টানার চেষ্টা করছেন।


ভেতরে প্রায় পুরোদমে ভোটের প্রস্তুতি চললেও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও সেটির ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠান, সংসদের উচ্চ ও নিম্ন উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার নতুন করে ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

বাইরে মতবিরোধ থাকলেও দলগুলোর ভোটের প্রস্তুতির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে এখন নির্বাচনি আমেজ চলছে। সব প্রার্থী, সম্ভাব্য প্রার্থী এবং জনগণ জনসংযোগে আছেন। গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে অংশ নিতে হবে।

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ছয়টি দলের দ্বিতীয় দফায় আন্দোলনের কর্মসূচি ঘোষণার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘পিআর পদ্ধতির মাধ্যমে কোনো স্থায়ী সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না। কখনো সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না। একটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে। এটা বিভিন্ন দেশে দেখা গেছে।’ তিনি বলেন, ‘দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে। একটা জরিপে ৫৬ শতাংশ মানুষের পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই বলে জেনেছেন।’

পিআর পদ্ধতি ও জুলাই সনদ ইস্যুতে নতুন করে কর্মসূচি ঘোষণা উপলক্ষে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘এই আন্দোলনের মধ্য দিয়ে সরকারপ্রধানের (প্রধান উপদেষ্টার) দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। সরকারপ্রধান এতে সাড়া দিয়ে জামায়াতকে বৈঠকে ডাকলে সেখানে দলের যুক্তি উপস্থাপন করা হবে। আলোচনার টেবিলে এ বিষয়ে একটা নিষ্পত্তি হতে পারে, সে সুযোগ রয়েছে।’

এদিকে, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐকমত্যে পৌঁছোতে আগামী শনি বা রবিবার রাজনৈতিক দল-জোটগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসছে ঐকমত্য কমিশন। সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে গত ২৭ সেপ্টেম্বর বৈঠকে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, ঐকমত্য কমিশন সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় সম্পর্কে সরকারের কাছে একাধিক সুপারিশ উপস্থাপন করবে।

বিএনপিতে চলছে প্রার্থী বাছাই

সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে বিএনপি। বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, বিএনপির নীতিনির্ধারকরা প্রথমে নজর দিয়েছেন দলের অভ্যন্তরীণ বিরোধপূর্ণ আসন বা এলাকাগুলোর দিকে। যেসব আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেশি— সেসব স্থানে বিরোধ মেটাতে দলের স্থায়ী কমিটির কয়েক জন নেতাকে বিভাগভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। তারা দলের একক প্রার্থী নিশ্চিত করার লক্ষ্যে আসনভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের গুলশানের কার্যালয়ে একত্রে ডেকে কথা বলছেন, প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছেন।

মধ্য সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম শুরু করেছে বিএনপি। ইতিমধ্যে বরিশাল, কুমিল্লা, রাজশাহী অঞ্চলের বেশকিছু আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বিএনপির দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ ও সাংগঠনিক নেতারা কথা বলেছেন। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে রাজশাহী ও রংপুর বিভাগ এবং ডা. এ জেড এম জাহিদ  হোসেনকে বরিশাল ও কুমিল্লা বিভাগের অভ্যন্তরীণ বিরোধপূর্ণ আসনগুলোতে দলীয় মনোনয়ন প্রত্যাশিদের সঙ্গে কথা বলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

বিএনপির কাছে ১৮টি আসন চায় ১২ দলীয় জোট, আটটি আসন চেয়েছে সমমনা জোট

সমমনা ও যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড় ও মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করতে মিত্র জোটগুলোর কাছে তাদের চাহিদাপত্র চেয়েছে বিএনপি। এর অংশ হিসেবে বিএনপির অন্যতম মিত্র জোট ‘১২ দলীয় জোট’ সোমবার বিএনপির কাছে একটি তালিকা দিয়েছে। এতে আগামী নির্বাচনে ১৮টি আসনে ছাড় চেয়েছে ১২ দলীয় জোট।

১২ দলীয় জোটের মুখপাত্র ও ‘বাংলাদেশ এলডিপি’র চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ইত্তেফাককে বলেন, ‘১২ দলীয় জোটের পক্ষ থেকে ১৮টি আসন চাওয়া হয়েছে। এর মধ্যে ২০১৮ সালের নির্বাচনে যেই আসনগুলোতে আমাদের জোটের শরিক দলগুলোকে ছাড় দেওয়া হয়েছিল সেগুলো রয়েছে, সঙ্গে নতুন কিছু আসনও রয়েছে।’

অন্যদিকে, বিএনপির আরেক মিত্র জোট জাতীয়তাবাদী সমমনা জোটও বিএনপির কাছে প্রার্থী তালিকা দিয়েছে। গত শনিবার দেওয়া এই তালিকায় বিএনপির কাছে আটটি আসন চেয়েছে এই জোট। এই জোটের প্রধান ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ইত্তেফাককে বলেন, ‘আমরা আমাদের তালিকা দিয়েছি। এখন সেটি বিএনপির বিবেচনার বিষয়।’

বিএনপির মিত্র দল এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (অব.) ইত্তেফাককে জানান, তার দলের কাছে এখন পর্যন্ত কোনো তালিকা চায়নি বিএনপি। তবে, এলডিপি দলের মহাসচিব ড. রেদোয়ান আহমদের নেতৃত্বে সাত জনের একটি কমিটি করে দিয়েছে। আসন নিয়ে আলোচনার জন্য এই কমিটি বিএনপির সঙ্গে কথা বলবে।

বিএনপি ও দলটির মিত্র দল-জোট সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিউ ইয়র্ক সফর শেষে আজ বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে। এরপর মিত্র দল-জোটগুলোর সঙ্গে আসন সমঝোতার আলোচনা শুরু করবে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত