আপডেট :

        লস এঞ্জেলেসে ‘নো কিংস ডে’র প্রতিবাদে ১৪ জন গ্রেপ্তার

        হান্টিংটন বিচে গাড়িচাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু, দুইজন আহত

        বন্যা আগুন রোধে গৃহহীনদের গ্রেপ্তারের প্রস্তাব মালিবুর

        মাঝ আকাশে বিমানের কাঁচ ভাঙল, আহত পাইলট

        অরেঞ্জ কাউন্টিতে গুলিবিদ্ধ হয়ে তিন অপ্রাপ্তবয়স্কসহ চারজন হাসপাতালে

        অবৈধ মাদকসেবীদের অস্ত্র রাখায় নিষেধাজ্ঞা সংবিধানবিরোধী কি না—বিবেচনায় নিচ্ছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

        ক্যালিফোর্নিয়ায় মেরিন কর্পস উদযাপনের সময় আর্টিলারির ধাতব টুকরো হাইওয়েতে, ভাইস প্রেসিডেন্টের নিরাপত্তা টিমের গাড়িতে আঘাত

        হামাস হামলায় যুক্ত থাকার অভিযোগে এক মার্কিন নাগরিক গ্রেফতার

        দুবাই থেকে আসা ইমিরেটস কার্গো বিমান হংকংয়ে সাগরে পড়ল, ২ নিহত

        জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ: স্কুল পাঠ্যক্রমে যুক্ত হবে 'জুলাই সনদ'

        নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ

        লস এঞ্জেলসের ‘No Kings’ প্রতিবাদে সমাবেশ ভাঙার নির্দেশ, অন্তত একজন গ্রেপ্তার

        ২০২৬ সালে বাড়ছে মেডিকেয়ার খরচ: ওপেন এনরলমেন্টে যেভাবে সাশ্রয় করা যায়

        প্রাপ্তবয়স্কদের জন্য যৌনবিষয়ক কনটেন্ট চালুর ঘোষণা দিল OpenAI

        রিভারসাইড কাউন্টির শেরিফ ডেপুটি গাড়ি চুরির অভিযোগে গ্রেপ্তার

        বারব্যাঙ্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১, বন্ধ ৫ ফ্রিওয়ের উত্তরমুখী লেন

        কলম্বিয়ার জলসীমায় মার্কিন হামলা: ‘খুনের অভিযোগ’ তুললেন প্রেসিডেন্ট পেত্রো

        গাজায় হামাসের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ অভিযোগে ইসরায়েলের বিমান হামলা

        যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে লাখো মানুষের অংশগ্রহণ

        ‘রাজা চাই না, গণতন্ত্র চাই’ স্লোগানে তোলপাড় যুক্তরাষ্ট্র

পিস টিভির দর্শকদের জন্য বিকল্প ভাবছে সরকার

পিস টিভির দর্শকদের জন্য বিকল্প ভাবছে সরকার

পিস টিভির সকল ধরনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে সরকার। ওই চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়ার পর যারা ওই টিভিতে ধর্মের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা জানতেন। এখন তারা তা জানতে পারছেন না। ওই সব দর্শকদের জন্য সরকার বিকল্প চিন্তাভাবনা করছেন। সরকারি ও বেসরকারি টিভিতে ইসলামিক অনুষ্ঠান বাড়ানোর পাশাপাশি ইমাম, আলেমদের সঙ্গে বৈঠক করেও এই ব্যাপারে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার উদ্যোগ নিয়েছে।

তবে দর্শকদের জন্য কি ধরনের অনুষ্ঠানের করা হবে তা এখনও চুড়ান্ত করা হয়নি। এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতি ও চাহিদা বিবেচনা করে। এই ব্যাপারে প্রয়োজন হলে বিভিন্ন টিভি চ্যানেলের সঙ্গেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় আলোচনা করবে।

এই ব্যাপারে সরকারের একজন নীতি নির্ধারক মন্ত্রী বলেন, পিস টিভি বন্ধ না করে কোন উপায় ছিলো না। কিছু সংখ্যক দর্শক থাকতে পারেন যারা ওই টিভি দেখতেন। সেটা বন্ধ করার পর এখন তাদের সাময়িকভাবে সমস্যাও হতে পারে। সেই বিষয়টি আমরা বিবেচনা করছি। আর কিভাবে তাদের সমস্যার সমাধান করা যায় সেটাও বিবেচনা করা হচ্ছে।

ইসলামিক টিভি নামে বাংলাদেশে এর আগে একটি টেলিভিশন ছিলো। ওই টেলিভিশনের মালিকানা ছিলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভাই সাঈদ এস্কান্দার, তার স্ত্রী নাসরীন এস্কান্দার প্রমুখ। ওই টিভি গত মেয়াদে আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেয়। দিগন্ত টিভি নামে মীর কাশেম আলীর মালিকানাধীন আরো একটি টিভি ছিলো। ওই টিভিও গত সরকারের আমলে মতিঝিলে হেফাজতের ঘটনার তথ্য ভুল ভাবে প্রচার করায় ও উস্কানি দেওয়ার অভিযোগ এনে বন্ধ করে দেয়। এরপর থেকে ওই দুটি চ্যানেল বন্ধ আছে। এরপর সরকার নতুন করে কোন ইসলামিক চ্যানেল করার জন্য কাউকে লাইসেন্স দেয়নি। নতুন করে সরকার ইসলামিক কোন টেলিভিশনের লাইসেন্স দেওয়ার চিন্তাভাবনা করছে কিনা জানতে চাইলে ওই মন্ত্রী বলেন, এই রকম কোন সিদ্ধান্ত এখনও প্রধানমন্ত্রী নেননি। তিনি নিলে এই ধরনের চ্যানেল চালু হতে পারে।

পিস টিভির বিকল্প হিসাবে কিংবা বাংলাদেশের মানুষ যাতে ঘরে বসেই ধর্মের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা জানতে পারেন সেই ব্যাপারে কিছু ভাবা হচ্ছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা মনে করছি মুসলমানদের সকলেরই তার ধর্ম ইসলাম সম্পর্কে জানা দরকার। সঠিক ব্যাখ্যাও যাতে পান সেটাও নিশ্চিত করা দরকার। সঠিক ব্যাখ্যা পেলে ধর্মের অপব্যাখ্যা করে যারা জঙ্গি হয়ে যাচ্ছে তারাও ভুল পথে যাবে না। কেউ গেলে ফিরে আসবে। বিটিভিতে ইসলামিক অনুষ্ঠান রয়েছে। বেসরকারি টেলিভিশনগুলোও ইসলামিক অনুষ্ঠান সম্প্রচার করে। ওই সব অনুষ্ঠান আরো বাড়ানো যায় কিনা সেটাও বিবেচনা করে দেখা হবে। বিশেষ করে জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন অনুষ্ঠান করা যায় কিনা সেটাও বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, টেলিভিশন ছাড়াও ইমাম, মাওলানা, আলেম সমাজের যারা আছেন তাদের সঙ্গে আমরা জঙ্গিবাদ নির্মূলের ব্যাপারে কথা বলেছি। পাশাপাশি এই সব ব্যাপারে ইসলামের সঠিক ব্যাখ্যাও জানানোর জন্য বলেছি। তারাও সমাজের বিভিন্ন স্তুরের মানুষের সঙ্গে কথা বলবেন। ধর্মের সঠিক ব্যাখ্যা দিবেন। আশা করছি জঙ্গিবাদ নির্মূলে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত