আবারো পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যার অভিযোগ
এবার নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সাগর র্বমণ (৯) নামে এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
জেলার কাঁচপুর এলাকায় একটি সুতার কারখানায় রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
শিশুটির বাবার নাম রতন বর্মণ। তারা নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার রাজিবপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার পর গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাপাতালে নেওয়া হয় তাকে। পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশু সাগরের বাবা রতন র্বমণ বলেন, কাঁচপুর এলাকায় যাত্রামুড়ায় একটি সুতার কারখানায় আমারা কাজ করি। আমার ছেলে সেখানে কাজ করার সময় পায়ুপথে মেশিন দিয়ে বাতাস প্রবেশ করানো হয়, এতে তার মৃত্যু হয়েছে।
শিশুটির বাবা দাবি করেন, ছেলে মৃত্যুর আগে এই কথা বলে গেছেন।
ঢামেক জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. ফিরোজ বলেন, শিশুটির পেট অস্বাভাবিকভাবে ফোলা ছিল। পায়ুপথে বাতাস ঢোকার কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সহকারী পুলিশ (সুপার বি সার্কেল) ফোরকান সিকদার জানিয়েছে, পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক শিশু শ্রমিককে হত্যা করা হয়েছে খবরে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে পরে জানাতে পারবো।
এর আগে গত বছর ৩ আগস্ট বিকেলে খুলনা শহরের টুটপাড়া কবরখানা এলাকায় শরীফ মটরসে কম্প্রেসর মেশিনের সাহায্য ১২ বছরের শিশু রাকিবের মলদ্বার দিয়ে বাতাস ঢুকিয়ে তাকে হত্যা করা হয়।
ঘটনার পরপরই হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ মটরসের মালিক শরীফ ও মিন্টু মিয়াকে পিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। পরে শরীফের মা বিউটি বেগমকেও পুলিশ গ্রেপ্তার করে।
এ ঘটনার পরদিন নিহত শিশুর বাবা মো. নুরুল আলম বাদী হয়ে তিনজনের নামে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এরপর একই বছরে ৮ নভেম্বর খুলনায় আলোচিত শিশু রাকিব হাওলাদার হত্যা মামলায় আসামি গ্যারেজ মালিক ওমর শরীফ এবং তার চাচা মিন্টু খানকে ফাঁসির আদেশ দেয় খুলনার একটি আদালত।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন