র্যাবের নিখোঁজ তালিকা কমে ৬৮
সম্প্রতি জঙ্গি হামলাসমূহে ঘরছাড়া তরুণ-যুবকদের জড়িত থাকার তথ্য প্রকাশের পর সারাদেশে নিখোঁজের যে তালিকা র্যাব দিয়েছিল, হালনাগাদের পর তা কমে ৬৮ জন হয়েছে।
গত ২০ জুলাই নিখোঁজ ২৬১ জনের তালিকা দেওয়ার পর গণমাধ্যমের অনুসন্ধানে অনেকের সন্ধানই পাওয়া যায়। এদের কেউ কর্মস্থলে, কেউ বাড়িতে, আবার কাউকে কারাগারেও পাওয়া যায়।
এরপর সোমবার ওই তালিকা হালনাগাদ করে ৬৮ জনের নিখোঁজের নতুন তালিকা গণমাধ্যমে পাঠিয়েছে র্যাব।
র্যাব বলেছে, গত ২০ জুলাই ২৬১ জনের তালিকা প্রকাশের পর অনেক নিখোঁজ ব্যক্তিবর্গ তাদের পরিবারের কাছে ফিরে এসেছেন বলে তথ্যে পাওয়া যায়।
র্যাবের ভাষ্য, দেশব্যাপী র্যার কর্তৃক সর্বশেষ অনুসন্ধান ও তদন্ত করে অদ্যাবধি ৬৮ জন নিখোঁজ ব্যক্তির (বয়স ১৫-৪০ বছর পর্যন্ত) হালনাগাদ তথ্য পাওয়া যায়।
হালনাগাদের কাজ ‘একটি চলমান প্রক্রিয়া’ উল্লেখ করে র্যাব বলেছে, এই তালিকা প্রকাশের পর কোনো ব্যক্তি যদি পরিবারের কাছে ফিরে আসেন অথবা তালিকার বাইরে নিখোঁজ থাকার কথা কারো জানা থাকে তাহলে ০১৭৭৭৭২০০৭৫ নাম্বারে যোগাযোগ করতে হবে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন