দুবাই থেকে আসা ইমিরেটস কার্গো বিমান হংকংয়ে সাগরে পড়ল, ২ নিহত
কুমিল্লায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক ৩
কুমিল্লা নগরীর শুভপুরে অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে র্যাব।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান সমাপ্ত করা হয়। র্যাব-১১ কুমিল্লার ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, শুভপুরের নয়ন ভিলায় অস্ত্র তৈরি হয় বলে আমরা সংবাদ পাই।
সন্ধ্যায় এসে অভিযান শুরু করি। এ সময় দুটি পিস্তল তৈরির সরঞ্জামসহ কিছু দেশীয় অস্ত্র পাওয়া যায়। ওই বাসা থেকে এ সময় তিনজনকে আটক করা হয়।
তারা হচ্ছে নয়ন ভিলার বাহার উদ্দিনের ছেলে মাজেদুল হক রাজীব (৩৪), নগরীর উত্তর চর্থার নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ির শামছুল হকের ছেলে শহিদুল ইসলাম (৩৫)। তারা অস্ত্রগুলো জঙ্গি কার্যক্রমে ব্যবহারের জন্য তৈরি করছে কিনা তার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন