আইএসের নামে পাঠানো উড়ো-চিঠিতে সব জেলা ধ্বংসের হুমকি
জঙ্গি সংগঠন আইএসের নাম করে পাঠানো একটি উড়ো-চিঠিতে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি এবং কাজী আজিম উদ্দিন কলেজের ছাত্রলীগের সভাপতিকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
এ ব্যাপারে শুক্রবার রাতে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
চিঠিতে বলা হয়, আইএস বাংলাদেশের প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো জেলাকে ধ্বংস করে দেবে। তারা গাজীপুরে সর্বপ্রথম জেলা শহরের কাজী আজিম উদ্দিন কলেজে হামলা করবে।
গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ জানান, শুক্রবার জেলা শহরের উত্তর ছায়াবিথী এলাকায় বায়তুন নূর জামে মসজিদে জুমার নামাজ পড়ে ফিরছিলেন। পথে মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ মোল্লা তাকে ডেকে আইএস-এর হুমকি সংক্রান্ত একটি চিঠি তাকে দেখান। এই চিঠি তিনি কিভাবে পেলেন জিজ্ঞাসা করলে ইমাম সাহেব বলেন, মসজিদের দানবাক্স খোলার পর তিনি এটি দেখতে পান।
ওই চিঠিতে আইএস গাজীপুর জেলা শহরের কাজী আজিম উদ্দিন কলেজে প্রথম হামলা চালানোর কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া জেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ ও কাজী আজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান নাহিদকে ওই চিঠিতে হত্যার হুমকি দেয়া হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন