নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
বছরের একটি দিন পাট দিবস ঘোষণার পরামর্শ
সোনালি আঁশ খ্যাত পাটকে বাঁচাতে এবং বিশ্বের দরবারে পাটকে উপযুক্তভাবে উপস্থাপনের লক্ষ্যে বছরের যে কোনো একটি দিনকে পাট দিবস হিসেবে নির্ধারণ করার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।
জাতীয় সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, মন্নুজান সুফিয়ান, ডা. মো. এনামুর রহমান এবং সাবিনা আক্তার তুহিন অংশ নেন।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে “পাট বিল, ২০১৬” নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। কমিটি বিলটি সম্পর্কে স্টেক-হোল্ডারদের সঙ্গে আলোচনার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনীগুলো সংযোজন করে চূড়ান্ত খসড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের সুপারিশ করেছে।
শেয়ার করুন