আপডেট :

        নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ

        লস এঞ্জেলসের ‘No Kings’ প্রতিবাদে সমাবেশ ভাঙার নির্দেশ, অন্তত একজন গ্রেপ্তার

        ২০২৬ সালে বাড়ছে মেডিকেয়ার খরচ: ওপেন এনরলমেন্টে যেভাবে সাশ্রয় করা যায়

        প্রাপ্তবয়স্কদের জন্য যৌনবিষয়ক কনটেন্ট চালুর ঘোষণা দিল OpenAI

        রিভারসাইড কাউন্টির শেরিফ ডেপুটি গাড়ি চুরির অভিযোগে গ্রেপ্তার

        বারব্যাঙ্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১, বন্ধ ৫ ফ্রিওয়ের উত্তরমুখী লেন

        কলম্বিয়ার জলসীমায় মার্কিন হামলা: ‘খুনের অভিযোগ’ তুললেন প্রেসিডেন্ট পেত্রো

        গাজায় হামাসের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ অভিযোগে ইসরায়েলের বিমান হামলা

        যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে লাখো মানুষের অংশগ্রহণ

        ‘রাজা চাই না, গণতন্ত্র চাই’ স্লোগানে তোলপাড় যুক্তরাষ্ট্র

        "সময়ের খেলা: সন্ধ্যা থামে, বছর ছোটে"

        দুর্নীতির ছায়ায় বাংলাদেশ ফুটবল: বিনিয়োগের অভাবে লিগের পতন ও খেলোয়াড়দের হতাশা

        সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত হচ্ছে নভেম্বর থেকে, পর্যটকদের জন্য সুসংবাদ দিলেন উপদেষ্টা

        রিয়াদের প্রত্যাশা: যুক্তরাষ্ট্রের সঙ্গে 'আক্রমণ-সমান' চুক্তি

        জুয়ার বিজ্ঞাপন প্রচারে রোববার থেকে সাইট ব্লক

        নিউইয়র্কে সিলেটিদের প্রতিবাদ: উন্নয়ন বঞ্চনায় ক্ষোভ

        নিউইয়র্কে ডমেস্টিক সহিংসতা রোধে নতুন বিশেষ ইউনিট

        জুলাই সনদ সই শেষ, বাস্তবায়ন পদ্ধতি এখনও অনিশ্চিত

        ‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক মাইলফলক: ইইউ

        জুলাই সনদ স্বাক্ষরের আগে সং ঘ র্ষ: ৯০০ জনের বিরুদ্ধে মা ম লা

১৭ সেপ্টেম্বর পর্যন্ত কার্যক্রম চালাতে পারবে সিটিসেল

১৭ সেপ্টেম্বর পর্যন্ত কার্যক্রম চালাতে পারবে সিটিসেল

বেসরকারি মুঠোফোন অপারেটর সিটিসেল তাদের স্বাভাবিক কার্যক্রম আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালনা করতে পারবে মর্মে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তাদের কোনো কার্যক্রমে বাধা দিতে পারবে না বলেও নির্দেশ দেন আদালত।

আজ সোমবার সিটিসেল কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক বেঞ্চ এই আদেশ দেন।

এদিকে, সিটিসেলের বিলুপ্তি সংক্রান্ত আবেদনের শুনানির জন্য আগামী ৪ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন হাইকোর্ট।

আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট আসাদুজ্জামান। চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী তানজিব-উল-আলম। আর বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব।

আগামীকাল ২৩ আগস্ট মঙ্গলবার থেকে সিটিসেলের সব কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। সিটিসেলের কাছে প্রায় ৫০০ কোটি টাকা পাওনা রয়েছে সরকারের। বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও টাকা পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নেয় সরকার। এর বিপরীতে সিটিসেলের পক্ষ থেকে আবেদন করা হয়।

এর আগে গত ১৬ আগস্ট সিটিসেলের প্রায় পাঁচ লাখ গ্রাহককে অন্য অপারেটরের সেবা গ্রহণ করার পরামর্শ দিয়েছিল বিটিআরসি।

আজ শুনানিকালে বিটিআরসির আইনজীবী আদালতকে জানান, তারা যাতে তাদের পাওনা ৪৭৭ কোটি টাকা প্রথমেই পায় সে বিষয়টি আদালতকে দেখতে বলেন।

রেজা-ই রাকিব সাংবাদিকদের বলেন, ‘যেহেতু রাষ্ট্রের একটি বিধিবদ্ধ সংস্থা বিটিআরসি। এটা রাষ্ট্রের অর্থ। তাই সিটিসেল বিলুপ্ত হয়ে গেলে আমাদের এই অর্থ যেন সর্বাগ্রে পরিশোধের ব্যবস্থা করা হয় সে জন্য আমরা আবেদন করেছি।’

আর সিটিসেলের আইনজীবী আসাদুজ্জামান বলেছেন, শিগগিরই শেয়ার বিক্রির টাকা এলে শোধ করা হবে দেনা। তখন সিটিসেল বিলুপ্ত ঘোষণার প্রয়োজন হবে না।

এর আগে গত ১৭ আগস্ট বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসিলের কাছে পাওনা দাবি করে চীনের ঋণদাতা প্রতিষ্ঠান চায়না ডেভেলপমেন্ট ব্যাংক।

এ ব্যাপারে সিটিসেলের আইনজীবী মো. আসাদুজ্জামান জানান, গত বছরের জুলাই মাসে চীনের ব্যাংকটি ঋণ পরিশোধের জন্য আদালতে মামলা করেছিল। একই দিন সিটিসেলের কাছে পাওনা ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা চেয়ে আবেদন করে বিটিআরসি।

সিটিসেলের অন্যতম অর্থায়নকারী প্রতিষ্ঠান চায়না ডেভেলপমেন্ট ব্যাংক সিটিসেলের কাছে মোট তিন কোটি ৬৬ লাখ ৩৩ হাজার মার্কিন ডলার (প্রায় ২৯৩ কোটি টাকা) পায়।

শেয়ার করুন

পাঠকের মতামত