ঢাকাসহ সারা দেশে দিনে আবার ভূমিকম্প
ঢাকাসহ সারা দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বিকেল ৪টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রভিত্তিক ভূমিকম্প জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪০৯ কিলোমিটার দূরে মিয়ানমারে। এর মাত্রা ছিল ৬.৮।
উল্লেখ্য যে, মঙ্গলবারও সিলেটসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল ঢাকা থেকে ৪০৯ কিলোমিটার দূরে মিয়ানমারে এবং এর মাত্রা ছিল ৫.৩।
শেয়ার করুন