আপডেট :

        নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ

        লস এঞ্জেলসের ‘No Kings’ প্রতিবাদে সমাবেশ ভাঙার নির্দেশ, অন্তত একজন গ্রেপ্তার

        ২০২৬ সালে বাড়ছে মেডিকেয়ার খরচ: ওপেন এনরলমেন্টে যেভাবে সাশ্রয় করা যায়

        প্রাপ্তবয়স্কদের জন্য যৌনবিষয়ক কনটেন্ট চালুর ঘোষণা দিল OpenAI

        রিভারসাইড কাউন্টির শেরিফ ডেপুটি গাড়ি চুরির অভিযোগে গ্রেপ্তার

        বারব্যাঙ্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১, বন্ধ ৫ ফ্রিওয়ের উত্তরমুখী লেন

        কলম্বিয়ার জলসীমায় মার্কিন হামলা: ‘খুনের অভিযোগ’ তুললেন প্রেসিডেন্ট পেত্রো

        গাজায় হামাসের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ অভিযোগে ইসরায়েলের বিমান হামলা

        যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে লাখো মানুষের অংশগ্রহণ

        ‘রাজা চাই না, গণতন্ত্র চাই’ স্লোগানে তোলপাড় যুক্তরাষ্ট্র

        "সময়ের খেলা: সন্ধ্যা থামে, বছর ছোটে"

        দুর্নীতির ছায়ায় বাংলাদেশ ফুটবল: বিনিয়োগের অভাবে লিগের পতন ও খেলোয়াড়দের হতাশা

        সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত হচ্ছে নভেম্বর থেকে, পর্যটকদের জন্য সুসংবাদ দিলেন উপদেষ্টা

        রিয়াদের প্রত্যাশা: যুক্তরাষ্ট্রের সঙ্গে 'আক্রমণ-সমান' চুক্তি

        জুয়ার বিজ্ঞাপন প্রচারে রোববার থেকে সাইট ব্লক

        নিউইয়র্কে সিলেটিদের প্রতিবাদ: উন্নয়ন বঞ্চনায় ক্ষোভ

        নিউইয়র্কে ডমেস্টিক সহিংসতা রোধে নতুন বিশেষ ইউনিট

        জুলাই সনদ সই শেষ, বাস্তবায়ন পদ্ধতি এখনও অনিশ্চিত

        ‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক মাইলফলক: ইইউ

        জুলাই সনদ স্বাক্ষরের আগে সং ঘ র্ষ: ৯০০ জনের বিরুদ্ধে মা ম লা

খড়কুটোতে ভর করে বাঁচা যায় না : খালেদা জিয়াকে হানিফ

খড়কুটোতে ভর করে বাঁচা যায় না : খালেদা জিয়াকে হানিফ

ডুবন্ত মানুষের মতো খড়কুটোকে ভর করে বেঁচে থাকা যায় না। কিন্তু খালেদা জিয়া সে রকমই করছেন। কিন্তু মৃতপ্রায় রাজনীতি নিয়ে আর বেঁচে থাকা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

বুধবার (২৪ আগস্ট) বিকেলে ধানমণ্ডির আওয়ামীলীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এসব কথা বলেন তিনি।

সুন্দরবন রক্ষার আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের বিষয়ে তিনি বলেন, ‘সকল প্রকার কৌশলে ব্যর্থ হয়ে বর্তমানে রামপাল-সুন্দরবন রক্ষার আন্দোলনে নামতে চাচ্ছেন। ভাবছেন এতে করে তারা জনগণের সুদৃষ্টি পাবেন। তার এই চিন্তা সবার মতো আমার কাছেও হাস্যকর মনে হয়েছে। হাস্যকর এই কারণে যে বিগত দিনে শুধু মানুষ নয়, গাছ, পশুপাখিকে হত্যা করে ইতিমধ্যে পরিবেশ বিনষ্টকারী নেত্রী হিসেবে বিবেচিত হয়েছে। এই সময়ে তার মুখে এই কথা কমেডি ছাড়া আর কী!’

সুন্দরবন রক্ষার আন্দোলনের বিষয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘রাষ্ট্রের এবং রাষ্ট্রের মানুষের ক্ষতি হবে এমন কাজ আওয়ামী লীগ সরকার করতে পারে না, করবেও না। ইতিমধ্যে বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয় এ বিষয়ে তথ্য উপাত্ত দিয়েছে। কিছু দিনের মধ্যেই আবারও আমরা সকল প্রকার তথ্য নিয়ে হাজির হব।’

মির্জা ফখরুল ইসলামের বক্তব্য এবং তার দলের নেতৃবৃন্দের দুরবস্থার কথা চিন্তা করে তার কান্নার বিষয়ে হানিফ বলেন, ‘বিগত সময়ে যখন আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হলো, ২১ আগস্টে ভয়াবহ হামলা হলো তখন তো তার অনুভূতিতে আঘাত আসেনি। তার নেতাকর্মীরা বর্তমানে নানা ধরনের হামলা করে মানুষ হত্যা করে মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। কেউ ছদ্মবেশে রিকসা চালাচ্ছে তিনি বলছেন, যখন হামলা করে নিরীহ মানুষকে হত্যা করেছেন তখন তার অনুভূতিতে আঘাত আসলো না। সুতরাং এ কান্নার অর্থ সবার কাছে পরিষ্কার।’

খালেদা জিয়ার ভারতবিদ্বেষী মনোভাব বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তিনি তো আইএসআই-এর সৃষ্টি। তাদের কথামতোই দল পরিচালনা করেন। তিনি ভারতের বিরুদ্ধে অর্থহীন বক্তব্য দিবেন এটা তো স্বাভাবিক। সবচেয়ে হাস্যকর হলো সারা বছর ভারতের বিরুদ্ধে কথা বলে আবার সময়ে অসময়ে ভারতের অনুকম্পাও প্রার্থনা করেন, পদলেহন করেন। তাই আমার বক্তব্য হচ্ছে পাকিস্তানের চিন্তা বাস্তবায়নকারী একটি দল কী বলল তা নিয়ে মাথা ঘামানোর সময় আমাদের হাতে নেই।’

সুন্দরবন নিয়ে খালেদা জিয়ার নানাবিধ তথ্য উপস্থাপনকে উপহাস করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিগত দিনে খালেদা জিয়ার একাডেমিক সার্টিফিকেট নিয়ে কথা উঠলেও আজ তিনি বুদ্ধিমতীর মতোই কথা বলেছেন। আজকের তার উপস্থাপন দেখে মনে হয়েছে তিনি খুব জ্ঞানী।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপু মনি, কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগ নেতা মিনাল কান্তি দাস, আবদুস সোবহান গোলাপ,অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত