আপডেট :

        ধর্ষকের শাস্তি সবার সামনে হোক: সোহম

        বায়ার্নের দাপটে বিদায় ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো, পিএসজির মুখোমুখি কোয়ার্টারে

        ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে মুরাদনগরে রাজনৈতিক উত্তেজনা: কে দায়ী?

        ইরানের কঠোর হুঁশিয়ারি: ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি

        এশিয়া কাপের সম্ভাব্য সূচি জুলাইয়ে প্রকাশিত হবে

        সরকারের প্রতিশ্রুতি ব্যর্থ: জুলাই সনদ প্রকাশ করবে এনসিপি - নাহিদ ইসলাম

        রথযাত্রার উৎসবে বিপর্যয়: উড়িষ্যায় ভিড়ে পিষ্ট হয়ে ৩ মৃত, ১০ জন আহত

        মনু মিয়ার শেষ বিদায়ে অভিনেতা খায়রুল বাসারের মানবিকতার জয়

        মেসি-রোনালদো: সময় পেরিয়েও অপ্রতিরোধ্য ফুটবলের দুই কিংবদন্তি

        মুরাদনগরের অশান্তির জন্য আওয়ামী সন্ত্রাসীদের প্রশ্রয়দাতারা দায়ী: আসিফ মাহমুদ

        ৫.২ মাত্রার ভূমিকম্পে পাকিস্তানে দুইবার কাঁপল ধরিত্রী

        হিরো আলমের যত্নে রিয়া মনি, প্রকাশ করলেন তার শারীরিক অবস্থা

        হাছিনা নয় শেখ হাসিনা নয়, তবুও বারবার বদলাচ্ছে স্কুলের নাম

        জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেট: ২০২৫-২৬ অর্থবছরে ৩২৩ কোটি টাকা

        কোকেন উৎপাদনে ঐতিহাসিক উচ্চতা, জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

        ট্রাম্পের সাথে সম্পর্ক জোরদারে প্রস্তুত পুতিন, নতুন যোগাযোগের আভাস

        স্বর্ণের বাজারে ধস: এক মাসে সর্বনিম্ন দামে পৌঁছাল হলুদ ধাতু

        সোনামসজিদ স্থলবন্দরে ‘কমপ্লিট শাটডাউন’, আমদানি-রপ্তানি বন্ধ, ৩০০ গাড়ি অপেক্ষায়

        ট্রাম্পের দাবি: খামেনির প্রাণ বাঁচিয়েছি, ধন্যবাদ পাইনি

        এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা: কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নিয়ম

খড়কুটোতে ভর করে বাঁচা যায় না : খালেদা জিয়াকে হানিফ

খড়কুটোতে ভর করে বাঁচা যায় না : খালেদা জিয়াকে হানিফ

ডুবন্ত মানুষের মতো খড়কুটোকে ভর করে বেঁচে থাকা যায় না। কিন্তু খালেদা জিয়া সে রকমই করছেন। কিন্তু মৃতপ্রায় রাজনীতি নিয়ে আর বেঁচে থাকা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

বুধবার (২৪ আগস্ট) বিকেলে ধানমণ্ডির আওয়ামীলীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এসব কথা বলেন তিনি।

সুন্দরবন রক্ষার আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের বিষয়ে তিনি বলেন, ‘সকল প্রকার কৌশলে ব্যর্থ হয়ে বর্তমানে রামপাল-সুন্দরবন রক্ষার আন্দোলনে নামতে চাচ্ছেন। ভাবছেন এতে করে তারা জনগণের সুদৃষ্টি পাবেন। তার এই চিন্তা সবার মতো আমার কাছেও হাস্যকর মনে হয়েছে। হাস্যকর এই কারণে যে বিগত দিনে শুধু মানুষ নয়, গাছ, পশুপাখিকে হত্যা করে ইতিমধ্যে পরিবেশ বিনষ্টকারী নেত্রী হিসেবে বিবেচিত হয়েছে। এই সময়ে তার মুখে এই কথা কমেডি ছাড়া আর কী!’

সুন্দরবন রক্ষার আন্দোলনের বিষয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘রাষ্ট্রের এবং রাষ্ট্রের মানুষের ক্ষতি হবে এমন কাজ আওয়ামী লীগ সরকার করতে পারে না, করবেও না। ইতিমধ্যে বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয় এ বিষয়ে তথ্য উপাত্ত দিয়েছে। কিছু দিনের মধ্যেই আবারও আমরা সকল প্রকার তথ্য নিয়ে হাজির হব।’

মির্জা ফখরুল ইসলামের বক্তব্য এবং তার দলের নেতৃবৃন্দের দুরবস্থার কথা চিন্তা করে তার কান্নার বিষয়ে হানিফ বলেন, ‘বিগত সময়ে যখন আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হলো, ২১ আগস্টে ভয়াবহ হামলা হলো তখন তো তার অনুভূতিতে আঘাত আসেনি। তার নেতাকর্মীরা বর্তমানে নানা ধরনের হামলা করে মানুষ হত্যা করে মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। কেউ ছদ্মবেশে রিকসা চালাচ্ছে তিনি বলছেন, যখন হামলা করে নিরীহ মানুষকে হত্যা করেছেন তখন তার অনুভূতিতে আঘাত আসলো না। সুতরাং এ কান্নার অর্থ সবার কাছে পরিষ্কার।’

খালেদা জিয়ার ভারতবিদ্বেষী মনোভাব বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তিনি তো আইএসআই-এর সৃষ্টি। তাদের কথামতোই দল পরিচালনা করেন। তিনি ভারতের বিরুদ্ধে অর্থহীন বক্তব্য দিবেন এটা তো স্বাভাবিক। সবচেয়ে হাস্যকর হলো সারা বছর ভারতের বিরুদ্ধে কথা বলে আবার সময়ে অসময়ে ভারতের অনুকম্পাও প্রার্থনা করেন, পদলেহন করেন। তাই আমার বক্তব্য হচ্ছে পাকিস্তানের চিন্তা বাস্তবায়নকারী একটি দল কী বলল তা নিয়ে মাথা ঘামানোর সময় আমাদের হাতে নেই।’

সুন্দরবন নিয়ে খালেদা জিয়ার নানাবিধ তথ্য উপস্থাপনকে উপহাস করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিগত দিনে খালেদা জিয়ার একাডেমিক সার্টিফিকেট নিয়ে কথা উঠলেও আজ তিনি বুদ্ধিমতীর মতোই কথা বলেছেন। আজকের তার উপস্থাপন দেখে মনে হয়েছে তিনি খুব জ্ঞানী।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপু মনি, কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগ নেতা মিনাল কান্তি দাস, আবদুস সোবহান গোলাপ,অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত