আপডেট :

        ধর্ষকের শাস্তি সবার সামনে হোক: সোহম

        বায়ার্নের দাপটে বিদায় ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো, পিএসজির মুখোমুখি কোয়ার্টারে

        ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে মুরাদনগরে রাজনৈতিক উত্তেজনা: কে দায়ী?

        ইরানের কঠোর হুঁশিয়ারি: ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি

        এশিয়া কাপের সম্ভাব্য সূচি জুলাইয়ে প্রকাশিত হবে

        সরকারের প্রতিশ্রুতি ব্যর্থ: জুলাই সনদ প্রকাশ করবে এনসিপি - নাহিদ ইসলাম

        রথযাত্রার উৎসবে বিপর্যয়: উড়িষ্যায় ভিড়ে পিষ্ট হয়ে ৩ মৃত, ১০ জন আহত

        মনু মিয়ার শেষ বিদায়ে অভিনেতা খায়রুল বাসারের মানবিকতার জয়

        মেসি-রোনালদো: সময় পেরিয়েও অপ্রতিরোধ্য ফুটবলের দুই কিংবদন্তি

        মুরাদনগরের অশান্তির জন্য আওয়ামী সন্ত্রাসীদের প্রশ্রয়দাতারা দায়ী: আসিফ মাহমুদ

        ৫.২ মাত্রার ভূমিকম্পে পাকিস্তানে দুইবার কাঁপল ধরিত্রী

        হিরো আলমের যত্নে রিয়া মনি, প্রকাশ করলেন তার শারীরিক অবস্থা

        হাছিনা নয় শেখ হাসিনা নয়, তবুও বারবার বদলাচ্ছে স্কুলের নাম

        জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেট: ২০২৫-২৬ অর্থবছরে ৩২৩ কোটি টাকা

        কোকেন উৎপাদনে ঐতিহাসিক উচ্চতা, জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

        ট্রাম্পের সাথে সম্পর্ক জোরদারে প্রস্তুত পুতিন, নতুন যোগাযোগের আভাস

        স্বর্ণের বাজারে ধস: এক মাসে সর্বনিম্ন দামে পৌঁছাল হলুদ ধাতু

        সোনামসজিদ স্থলবন্দরে ‘কমপ্লিট শাটডাউন’, আমদানি-রপ্তানি বন্ধ, ৩০০ গাড়ি অপেক্ষায়

        ট্রাম্পের দাবি: খামেনির প্রাণ বাঁচিয়েছি, ধন্যবাদ পাইনি

        এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা: কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নিয়ম

বাঁইর বানিয়ে ৪ হাজার পরিবারের ভাগ্য বদল

বাঁইর বানিয়ে ৪ হাজার পরিবারের ভাগ্য বদল

নেত্রকোণার বারহাট্টা উপজেলার বাউশী ইউনিয়নে বাঁইর বানানোর কাজ করে ভাগ্য বদল করেছে সাত গ্রামের চার হাজার পরিবার। এক সময় মাছ বিক্রি ছিল তাদের একমাত্র পেশা। কালের আবর্তে মাছ দুর্লভ হয়ে উঠলে তারা বাঁইর তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহের উদ্যোগ নেয়। এই বাঁইর তৈরির কাজ বর্তমানে এলকায় আলোচিত কুটির শিল্পে রূপ নিয়েছে। কারিগররা হয়ে উঠেছে স্বাবলম্বী।

সরেজমিনে এলাকায় গিয়ে দেখা যায়, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ বাঁইর তৈরির কাজ করছে।

ভেটুয়াকান্দা গ্রামের আব্দুল হাই জাগো নিউজকে জানান, সবাই কোনো না কোনোভাবে এই পেশার সঙ্গে জড়িয়ে পড়েছেন। খোকন মিয়ার মেয়ে স্মৃতি হাই স্কুলে পড়ে। তার ভাষ্য, আমি বাবার কাছে টাকা চাই না। আমার উপার্জনের টাকা দিয়ে জামা-কাপড়, বইপত্র কিনি।

ঠিক এভাবেই গ্রামের সবাই উপার্জন করেন। আর এই উপার্জনের টাকায় তারা সংসার চালান। ছেলে-মেয়েদের লেখা-পড়ার খরচ জোগান। কেউ বা জমিও কেনেন।

বাঁইর হচ্ছে, মাছ ধরার এক প্রকার ফাঁদ। স্থানীয়ভাবে বাঁইর বলা হয়। বাঁইর তৈরির জন্য বাঁশ ও নায়লন সুতা ব্যবহার করা হয়।

জানা যায়, জেলার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের ভেটুয়াকান্দা, শেখেরপাড়া, সুসং-ধোবাহালা, ময়মনসিংহ-ধোবাহালা, চানপুর, দেবীপুর ও সাধুয়ারকান্দাসহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের প্রায় চার হাজার পরিবারের ১৫ হাজার সদস্য বাঁইর তৈরির কাজে জড়িত রয়েছেন।

ভেটুয়াকান্দা গ্রামের সিরাজ আলী জাগো নিউজকে জানান, একদল লোক বাঁশ কেটে ফলি তৈরি করেন। ছোট ছোট ছেলে-মেয়ে ও বৃদ্ধ নারীরা হাঁরা তৈরি করেন। আর এক দল বানা ও ডালা সেলাইয়ের কাজ করেন। অন্য এক দল লোক সবকিছু একত্র করে বাঁইর তৈরি করেন। প্রতি ১০০ পিস বানার মূল্য তিন হাজার টাকা, ১০০ পিস ডালার মূল্য এক হাজার ৫০০ টাকা, ১০০ পিস হারার মূল্য এক হাজার টাকা।

স্থানীয় জসিম উদ্দিন নামে এক কারিগর জাগো নিউজকে জানান, ৪ ফুট দীর্ঘ ও ১৪ ইঞ্চি প্রস্থের বাক্স আকৃতির প্রতিটি বাঁইর তৈরিতে নিজস্ব শ্রম মূল্য বাদে ১৫০ টাকা খরচ হয়। বিক্রয় হয় ২০০ থেকে ২৫০ টাকা।

ভেটুয়াকান্দা গ্রামের আব্দুর রব, মিরাজ আলী জানান, নেত্রকোণার সব উপজেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে বাঁইর কিনে নিয়ে যান। তবে এলাকায় সড়ক পথের উন্নতি হলে তাদের সুবিধা আরো বাড়বে বলেও জানান তারা।

বাউশী ইউনিয়নের চেয়ারম্যান তারেক হাবিব হবি জানান, পর্যাপ্ত পুঁজির অভাবে বাঁইর কারিগরদের অনেকেই এক প্রকার হতাশায় ভোগছেন। তাদের জন্য ব্যাংক ঋণ প্রয়োজন।

এসব কুটির শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের উন্নত প্রশিক্ষণসহ আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে এই শিল্পকে আরো সম্প্রসারিত করা হবে বলে জাগো নিউজকে জানিয়েছেন, জেলার বিসিক’র ভারপ্রাপ্ত উপ-ব্যবস্থাপক মো. মোয়াজ্জেম হোসেন।

শেয়ার করুন

পাঠকের মতামত