আপডেট :

        নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ

        লস এঞ্জেলসের ‘No Kings’ প্রতিবাদে সমাবেশ ভাঙার নির্দেশ, অন্তত একজন গ্রেপ্তার

        ২০২৬ সালে বাড়ছে মেডিকেয়ার খরচ: ওপেন এনরলমেন্টে যেভাবে সাশ্রয় করা যায়

        প্রাপ্তবয়স্কদের জন্য যৌনবিষয়ক কনটেন্ট চালুর ঘোষণা দিল OpenAI

        রিভারসাইড কাউন্টির শেরিফ ডেপুটি গাড়ি চুরির অভিযোগে গ্রেপ্তার

        বারব্যাঙ্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১, বন্ধ ৫ ফ্রিওয়ের উত্তরমুখী লেন

        কলম্বিয়ার জলসীমায় মার্কিন হামলা: ‘খুনের অভিযোগ’ তুললেন প্রেসিডেন্ট পেত্রো

        গাজায় হামাসের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ অভিযোগে ইসরায়েলের বিমান হামলা

        যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে লাখো মানুষের অংশগ্রহণ

        ‘রাজা চাই না, গণতন্ত্র চাই’ স্লোগানে তোলপাড় যুক্তরাষ্ট্র

        "সময়ের খেলা: সন্ধ্যা থামে, বছর ছোটে"

        দুর্নীতির ছায়ায় বাংলাদেশ ফুটবল: বিনিয়োগের অভাবে লিগের পতন ও খেলোয়াড়দের হতাশা

        সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত হচ্ছে নভেম্বর থেকে, পর্যটকদের জন্য সুসংবাদ দিলেন উপদেষ্টা

        রিয়াদের প্রত্যাশা: যুক্তরাষ্ট্রের সঙ্গে 'আক্রমণ-সমান' চুক্তি

        জুয়ার বিজ্ঞাপন প্রচারে রোববার থেকে সাইট ব্লক

        নিউইয়র্কে সিলেটিদের প্রতিবাদ: উন্নয়ন বঞ্চনায় ক্ষোভ

        নিউইয়র্কে ডমেস্টিক সহিংসতা রোধে নতুন বিশেষ ইউনিট

        জুলাই সনদ সই শেষ, বাস্তবায়ন পদ্ধতি এখনও অনিশ্চিত

        ‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক মাইলফলক: ইইউ

        জুলাই সনদ স্বাক্ষরের আগে সং ঘ র্ষ: ৯০০ জনের বিরুদ্ধে মা ম লা

ফারাক্কা খুলে দেয়া পানিতে নাটোরে ১৫ গ্রাম প্লাবিত

ফারাক্কা খুলে দেয়া পানিতে নাটোরে ১৫ গ্রাম প্লাবিত

ফারাক্কার সবগুলো গেট খুলে দেওয়ায় পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে নাটোরের লালপুর উপজেলার চরাঞ্চলের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। গত কয়েকদিন আগে ফারাক্কা বাঁধের ১০৮টি গেইটের মধ্যে ১০৪টি গেইট খুলে দেয় ভারত। এতে পদ্মানদীতে পানি প্রবাহ বেড়ে যায়।

সোমবার (২৯ আগস্ট) সরেজমিন গিয়ে দেখা যায়, হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার লালপুর ইউনিয়নের চরজাজিরা, দিয়াড় বাহাদুরপুর বাঙ্গালপাড়া, বন্দোবস্ত গোবিন্দপুর, রামকৃষ্ণপুর, দক্ষিণ লালপুর, ঈশ্বরদী ইউনিয়নের তিলোকপুর, লক্ষ্মীপুর, গৌরীপুর, পালিদেহা, বিলমাড়িয়া ইউনিয়নের নওশারা সুলতানপুর, দিয়াড় শংকরপুর, আরাজি বাকনা, চাকলা বিনোদপুর, ও মোহরকয়া গ্রাম প্লাবিত হয়েছে।

এরফলে কৃষিনির্ভর এসব এলাকার ধান, পাট, আখ, হলুদ, কলা বাগান, মুলা, পেপে, কুমড়াসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে।

লালপুর ইউনিয়নের কৃষক আব্দুর রাজ্জাকের ১২ লাখ টাকা দামের ট্রাক্টর পানিতে ডুবে গেছে। নওশারা সুলাতানপুরে আবদুস সালামের একটি মহিষ, শফিকুল ইসলামের ১টি ও উজ্জল শেকের ২টি মহিষছানার মৃত্যু হয়েছে।

ক্ষতিগ্রস্ত স্থানীয়রা বলেন, পদ্মার পানি আমাদের সব শেষ করে দিয়েছে।

লালপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ বলেন, পানি যে হারে বাড়ছে ও তা অব্যাহত থাকলে লালপুর থানা ও হাসপাতালসহ ইউনিয়নের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়ে যাবে।

বিলমাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু বলেন, পানি এভাবে বাড়তে থাকলে আমার এলাকার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

২নং ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় বলেন, আমার ইউনিয়নের ৬টি ওয়ার্ড পদ্মার নদীর তীরে হওয়ায় বন্যায় তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দুড়দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, ইতিমধ্যেই আমার এলাকার চণ্ডিপুর খাল দিয়ে পানি প্রবেশ করছে। যেভাবে পানি বৃদ্ধির পাচ্ছে, তাতে অল্প সময়ের মধ্যে রামপাড়া, রাধাকান্তপুর, মোল্লাপাড়া, জয়রামপুর, জয়পুর, জয়কৃষ্টপুর, বেরিলাবাড়ী, গোখুরাবাদ, মিয়াপাড়া, পাইকপাড়া সহ অধিকাংশ গ্রাম প্লাবিত হয়ে যাবে। গ্রামের মানুষ মারাত্মক আতঙ্কে দিন কাটাচ্ছে। এ ছাড়া উপজেলার এবি ইউনিয়ন ও দুয়ারিয়া ইউনিয়ন এলাকায় বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের পানি পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে এম জহুরুল ইসলাম বলেছেন, পাকশী হার্ডিং ব্রিজ পয়েন্টে পানি বৃদ্ধির হার এ রকম থাকলে হয়তো আগামীকাল (মঙ্গলবার) নাগাদ বিপদ সীমা অতিক্রম করতে পারে।

তবে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক শহিদুল ইসলাম বলেছেন, রবিবার (২৮ আগস্ট) থেকে এ পর্যন্ত প্রায় ৫ সেন্টিমিটার পানি কমেছে।

জেলা প্রশাসক খলিলুর রহমান জানান, প্রাথমিক জরিপ অনুযায়ী ১ হাজার ৮৯০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণের কোনো স্বল্পতা নেই। তাদের মধ্যে পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ করা হবে।

সোমবার (২৯ আগস্ট) বন্যাদুর্গতদের মাঝে সরকারি উদ্যোগে ২০০ পরিবারকে পরিবারপ্রতি ১০ কেজি চাল, চিড়া, ১ লিটার সয়াবিন বোতলজাত তেল, দেড় লিটার বোতলজাত বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নাটোর জেলা প্রশাসক খলিলুর রহমান, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামসহ প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত