আপডেট :

        নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ

        লস এঞ্জেলসের ‘No Kings’ প্রতিবাদে সমাবেশ ভাঙার নির্দেশ, অন্তত একজন গ্রেপ্তার

        ২০২৬ সালে বাড়ছে মেডিকেয়ার খরচ: ওপেন এনরলমেন্টে যেভাবে সাশ্রয় করা যায়

        প্রাপ্তবয়স্কদের জন্য যৌনবিষয়ক কনটেন্ট চালুর ঘোষণা দিল OpenAI

        রিভারসাইড কাউন্টির শেরিফ ডেপুটি গাড়ি চুরির অভিযোগে গ্রেপ্তার

        বারব্যাঙ্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১, বন্ধ ৫ ফ্রিওয়ের উত্তরমুখী লেন

        কলম্বিয়ার জলসীমায় মার্কিন হামলা: ‘খুনের অভিযোগ’ তুললেন প্রেসিডেন্ট পেত্রো

        গাজায় হামাসের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ অভিযোগে ইসরায়েলের বিমান হামলা

        যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে লাখো মানুষের অংশগ্রহণ

        ‘রাজা চাই না, গণতন্ত্র চাই’ স্লোগানে তোলপাড় যুক্তরাষ্ট্র

        "সময়ের খেলা: সন্ধ্যা থামে, বছর ছোটে"

        দুর্নীতির ছায়ায় বাংলাদেশ ফুটবল: বিনিয়োগের অভাবে লিগের পতন ও খেলোয়াড়দের হতাশা

        সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত হচ্ছে নভেম্বর থেকে, পর্যটকদের জন্য সুসংবাদ দিলেন উপদেষ্টা

        রিয়াদের প্রত্যাশা: যুক্তরাষ্ট্রের সঙ্গে 'আক্রমণ-সমান' চুক্তি

        জুয়ার বিজ্ঞাপন প্রচারে রোববার থেকে সাইট ব্লক

        নিউইয়র্কে সিলেটিদের প্রতিবাদ: উন্নয়ন বঞ্চনায় ক্ষোভ

        নিউইয়র্কে ডমেস্টিক সহিংসতা রোধে নতুন বিশেষ ইউনিট

        জুলাই সনদ সই শেষ, বাস্তবায়ন পদ্ধতি এখনও অনিশ্চিত

        ‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক মাইলফলক: ইইউ

        জুলাই সনদ স্বাক্ষরের আগে সং ঘ র্ষ: ৯০০ জনের বিরুদ্ধে মা ম লা

মীর কাসেমের মৃত্যুদণ্ড স্থগিত চেয়ে ইউরোপিয়ান পার্লামেন্টের ৩৫ এমপির চিঠি

মীর কাসেমের মৃত্যুদণ্ড স্থগিত চেয়ে ইউরোপিয়ান পার্লামেন্টের ৩৫ এমপির চিঠি

মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড স্থগিতের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন ইউরোপিয়ান পার্লামেন্টের ৩৫ জন এমপি। চিঠিতে তারা কাসেম আলীর বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও যথার্থ বিচারিক প্রক্রিয়া অনুসরণের বিষয়টি যথাযথভাবে তদন্ত হবার আগ পর্যন্ত এই মৃত্যুদণ্ড কার্যকর না করতে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টান্যাশনালও একই দাবি করে বিবৃতি দিয়েছিল। অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, ‘ত্রুটিপূর্ণ বিচারে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত রাজনৈতিক নেতার ফাঁসি অবশ্যই বাংলাদেশ কর্তৃপক্ষকে স্থগিত করতে হবে।’

এছাড়াও গত ২৩ আগস্ট জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের একটি দল মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড রদ এবং আন্তর্জাতিক মান অনুসরণ করে পুনর্বিচারের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। জাতিসংঘের হিউম্যান রাইটস হাইকমিশনার কার্যালয় থেকে জারি করা ওই প্রেস রিলিজে বলা হয়, ‘বিরোধী দলের একজন সিনিয়র সদস্য মীর কাসেম আলীর বিচারকার্য এবং তার আপিল প্রক্রিয়ায় অনিয়ম করা হয়েছে এবং এ বিচার প্রক্রিয়া ন্যায় বিচারের আন্তর্জাতিক মান পূরণে ব্যর্থ হয়েছে।’

মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড স্থগিত চেয়ে প্রধানমন্ত্রীকে দেয়া ইউরোপিয়ান পার্লামেন্টের ৩৫ জন এমপির চিঠির বক্তব্য নিচে তোলে ধরা হলো।

প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,

বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি), যা যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত যেকোন বিচার করবার ক্ষমতা সম্পন্ন একটি দেশীয় আদালত, এর বিচার প্রক্রিয়ার বেআইনি দিকগুলো নিয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করতে আমরা আপনাকে লিখছি।

আমরা স্মরণ করছি, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে গৃহীত একটি রেজ্যুলুশনে ইউরোপিয়ান পার্লামেন্ট বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল, বিশেষ করে সেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড থেকে অনেক দূরে থাকবার কারণে আইসিটি’র তীব্র সমালোচনা করা হয়েছিল। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, এই আদালত থেকে ইতোমধ্যে ১৭ জন ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে, যাদের মধ্যে পাঁচ জনের রায় কার্যকর করা হয়েছে।

মীর কাসেম আলী, যিনি বাংলাদেশের রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর একজন নেতা এবং মিথ্যা এবং রাজনৈতিক প্রভাবান্বিত প্রসিকিউশনের একজন ভিকটিম, তাকে ২০১৪ সালের ২ নভেম্বর মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। অসংখ্য সূত্র বলছে, তার এই বিচারটি সকল আন্তর্জাতিক স্বচ্ছতা এবং উন্মুক্ততার মানদণ্ডে ব্যর্থ হয়েছে। এই মামলায় তার রিভিউ পিটিশনের রায়ের দিন ধার্য করা হয়েছে আগামী ৩০শে আগস্ট। তবে ইতোপূর্বে যেভাবে অস্বচ্ছ পদ্ধতিতে এবং যথার্থ আইনি প্রক্রিয়ার গুরুতর লংঘনের মাধ্যমে পুরো মামলাটি পরিচালিত হয়েছে, তাতে এই রিভিউ প্রক্রিয়াটিও যে আইনের যথার্থ প্রক্রিয়া এবং স্বচ্ছতার মাধ্যমে পরিচালিত হবে, সেটা আমরা বাস্তবিকভাবে ভাবতে পারছি না। বিশেষত রিভিউ পিটিশনের রায়ের সাথে সাথেই মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে, এমন কিছু সংবাদে আমরা বিশেষভাবে উদ্বিগ্ন। আলীর এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও যথার্থ বিচারিক প্রক্রিয়া অনুসরণের বিষয়টি ভালোভাবে তদন্ত হবার আগ পর্যন্ত এই মৃত্যুদণ্ড কার্যকর না করতে আমরা বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি।

একই সাথে মীর কাসেম আলীর পুত্র মীর আহমাদ বিন কাসেম, যিনি তার বাবার মামলার মূল কৌসুলীর ভূমিকা পালন করেন, আমরা তার কথিত অপহরণের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা জেনেছি যে, তাকে তার বাসা থেকে ৯ই আগস্ট তুলে নেয়া হয়েছিল এবং এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে তার সন্ধান খুঁজে বের করে তার অবস্থান এবং সুস্থতা নিশ্চিত করতে জোর পদক্ষেপ নেবার জন্যে আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।

ধন্যবাদান্তে

ইউরোপীয়ান পার্লামেন্টের সদস্যবৃন্দ

হাইডি হৌতালা,  ইজাসকুন বিলবো বারাকান্দিকা,  মালিন বরক,  ফ্যাবিও মাসিমো কাস্ট্যালদো,  ফ্যাবিও দে মাসি,  স্টেফান ইক,  অ্যানা গোমেজ,  হ্যান্স ওলাফ হিঙ্কেল,  মারিয়া হিউবুক,  ইভা জোলি,  ইউসো জুরাইস্তি,  জ্যুড কিরটন ডার্লিং,  স্টেইলস কৌলুগ্লু, মেরহা কিলোনেন, বারন্ড লমেল,  উলরিখ লুনাসিক, স্যাবিন লোসিং,  লুইস মিচেলস, ম্যারিনা মিচেলস,  দিমিত্রিস পাপাদিমৌলিস,  কাতি পিরি,  মিশেল রিভাসি, লিলিয়ানা রডরিগুয়েজ, ব্রনিস হোপ, হেলমুট শুলজ, মলি স্কট কাতো, বারবারা স্পিনেল্লি, বারট স্টেস, 29. ইভান স্টেফানিক, 30. মারক তারাবেল্লা,  মিগুয়েল আরবান, আরনেস্ট উরতাসুন,ইভো ভাল,  ভ্যারি ক্রিস্টিন ভিজিয়েত,  জোসেফ উইডেনহোলজার।

শেয়ার করুন

পাঠকের মতামত