নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
দুদকের মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
দুদকের দায়েরকৃত মামলায় পাবনার বেড়া পৌরসভার সাবেক কমিশনার এনামুল হক শামীমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার পায়না গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক কমিশনার এনামুল হক শামীমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি মামলায় রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
শেয়ার করুন