দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট
খালেদা জিয়াকে ক্ষমতায় যেতে ষড়যন্ত্র করা লাগে না: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ক্ষমতায় যাওয়ার জন্য কোনো ষড়যন্ত্রের আশ্রয় নেয়া লাগে না। অতীতে তাকে ক্ষমতায় যেতে ষড়যন্ত্রের আশ্রয় নেয়া লাগেনি। বিএনপি নয়; ষড়যন্ত্র-চক্রান্তের চরিত্র আওয়ামী লীগেরই।খালেদা জিয়াকে ক্ষমতায় যেতে ষড়যন্ত্র করা লাগে না: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ফাইল ছবিআজ শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে একদল সরকারি কর্মকর্তা-কর্মচারী বৈঠক করেন। বৈঠকে বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয় বলে জানা গেছে। বৈঠকে সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তাও অংশ নেন।
তবে এ বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে রাজি হননি বিএনপির কোনো নেতা। এরপর রাতেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ওই খবর আদৌ সত্য নয়।
বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, আইন ভেঙে খালেদা জিয়ার সঙ্গে প্রশাসনের কর্মকর্তারা বৈঠক করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইন তার আপন গতিতে চলবে। বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, রাতের অভিসার বাদ দিন। যা করার দিনের আলোয় করুন। এতে মানুষের উপকার হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, 'প্রধানমন্ত্রী বক্তব্য ছিল রুচিহীন, শিষ্টাচার বহির্ভূত ও মিথ্যায় ভরা। প্রধানমন্ত্রীর এ ধরনের নোংরামি বক্তব্য জাতি আশা করে না। নতুন প্রজন্ম তার কাছ থেকে এ ধরনের নোংরামি শিখবে।'
তিনি বলেন, 'নেপালে সার্ক সম্মেলন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ সফর মাত্র রুটিন ওয়ার্ক। তিনি কূটনীতিক বিষয় নিয়েও মিথ্যাচার করছেন।'
এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, 'সরকারি কর্মকর্তাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক সম্পূর্ণ মিথ্যা। কিছু পত্রিকা এ বিষয়টি নিয়ে মনগড়া সংবাদ প্রকাশ করেছে। আসলে তা সত্যি নয়।'
শেয়ার করুন