আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রসিকিউটরের পদত্যাগ
মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম থেকে পদত্যাগ করেছেন আবদুর রহমান হাওলাদার।
বুধবার সন্ধ্যায় পদত্যাগের বিষয়টি প্রসিকিউটর হাওলাদার নিজেই নিশ্চিত করেছেন।
পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘পারিবারিক কারণ দেখিয়ে গত ৩১ অক্টোবর আইন মন্ত্রণালয়ে আমি নিজেই পদত্যাগ পত্র জমা দিয়েছি।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর জানিয়েছেন, মূলত ২০১৭ সালের ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হবেন বলেই পদত্যাগ করেছেন আবদুর রহমান হাওলাদার। তিনি বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক।
সম্প্রতি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘বর্তমানে ট্রাইব্যুনালে এত লোকবলের প্রয়োজন রয়েছে বলে মনে করি না।’ তিনি এমন কথা বলার কয়েকদিনের মধ্যে ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আব্দুর রহমান হাওলাদার।
এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের দায়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে বরখাস্ত করা হয়েছিল। তিনি ফাঁসি কার্যকর হওয়া জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর মামলার দায়িত্বে ছিলেন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন