শীর্ষ সন্ত্রাসী পুনম আটক
টাঙ্গাইল শহরের পৌর এলাকার আকুর টাকুর পাড়া থেকে চারটি বিদেশি পিস্তল, গুলি, ইয়াবা ও দেশিয় ধারালো অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রেজোয়ান খান পুনমকে আটক করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দুপুরে তার নিজ বাসায় অভিযান চালিয়ে পুনমকে আটক ও অস্ত্রগুলো উদ্ধার করা হয়। আটককৃত পুনম ওই এলাকার কুতুব উদ্দিন খানের ছেলে।উদ্ধরকৃত অস্ত্র ও মাদকের মধ্যে রয়েছে- একটি রিভলবার, দুইটি ৭ পয়েন্ট ৬৫, একটি নাইন এমএম পিস্তল, ১৭ রাউণ্ড গুলি, বিপুল সংখ্যক দেশিয় ধারালো অস্ত্র, ৩০ পিচ ইয়াবা ও বেশকিছু গাঁজা।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আকুর টাকুর পাড়ায় শীর্ষ সন্ত্রাসী পুনমের বাসায় অভিযান চালানো হয়।এ সময় বাড়ির বাইরে পুনম দুই যুবককে পাহাড়ায় রেখে রুমের ভিতর ঘুমিয়ে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাহারারত দুই যুবক পালিয়ে যায়।
পরে পুনমের রুমে তল্লাশী করে চারটি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, ইয়াবা, গাঁজা ও বিপুল পরিমান দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার ও পুনমকে আটক করা হয়।এ সময় পুনমের ঘর থেকে নম্বরবিহীন এপাচি আরডিআর একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।
আটককৃত পুনম তালিকাভূক্ত সন্ত্রাসী বলে ওসি জানান।
News Desk
শেয়ার করুন