আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট

        ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে হেলিকপ্টার দুর্ঘটনা: আহত ৫ জন হাসপাতালে

        প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রেসিডেন্ট বাইডেনের রেডিয়েশন থেরাপি চলছে

        টেনেসিতে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: ১৬ জনের মৃত্যুর আশঙ্কা, কেউ বেঁচে নেই

        মিসিসিপিতে ফুটবল খেলার পর গণগুলি: নিহত ৪, আহত ১২

        পুতিনের মন্তব্য: ট্রাম্প বঞ্চিত হওয়ায় নোবেল পুরস্কারের মর্যাদা ক্ষুণ্ণ

        সমুদ্রের তলায় ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি

        ইশরাক হোসেনের জীবনের নতুন অধ্যায়: কে তিনি বিয়ে করছেন?

        জ্বালানি উপদেষ্টা বলেন, এলপিজি সিলিন্ডারের মূল্য রাখতে হবে ১ হাজার টাকার মধ্যে

        চুয়েটের ‘টিম এসরো’ নাসার গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ ২০২৫-এর বিশ্বজয়ী

        নির্বাচনের ফেব্রুয়ারি তাং নিয়ে মানুষের মধ্যে অবিশ্বাস: মন্তব্য

        সিরিজে রশিদের স্পিনে বাঙালিরা হেরেছে

        আসল নকল মিলছে? আপনার ফোন নকল কিনা জানতে এই উপায়গুলো অনুসরণ করুন

        হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ডেঙ্গুতে মৃত্যুর হার ১ থেকে ৩৮

        দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে তালেবান পররাষ্ট্রমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা

        যুক্তরাষ্ট্রে অগ্নিসংঘর্ষে নিহত চারজন

        পিআর প্রক্রিয়া নিয়ে উচ্চকক্ষে একমত হওয়ার চেষ্টা

        শাহরুখ খানের ফিটনেস রহস্য: দিনে চারবার খাবার

        ইয়ামালের সমর্থনে এমবাপ্পের বক্তব্য: ‘১৮ বছরের শিশু’

        বাংলাদেশকে সর্বপ্রথম ভাবাই আমাদের মূল নীতি

বিদেশই ভরসা বিএনপির!

বিদেশই ভরসা বিএনপির!

আবারও বিদেশিদের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করে দাবি আদায়ের কৌশল গ্রহণ করেছে বিএনপি। সারাদেশে লাগাতার অবরোধ কর্মসূচির পাশাপাশি বিশ্বের প্রভাবশালী দেশ, দাতা ও মানবাধিকার সংস্থাগুলোর সমর্থন আদায় করতে মরিয়া তারা। দেশে ও বিদেশে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা সংশ্লিষ্ট দেশের ক্ষমতাসীন দলের প্রভাবশালী শীর্ষ নেতা এবং দাতা সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক ও যোগাযোগ রক্ষার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিশেষ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হওয়ার পর থেকে বেশি তৎপর হয়ে ওঠেন দলের আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ রক্ষার দায়িত্বপ্রাপ্ত নেতারা। বিদেশই এখন তাদের ভরসা। এ ব্যাপারে লন্ডনে বসে কলকাঠি নাড়ছেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়াকে বিজেপি সভাপতির ফোনের বানোয়াট তথ্য প্রচার ও যুক্তরাষ্ট্রের ৬ কংগ্রেসম্যানের ভুয়া বিবৃতির নেপথ্যে তারেক রহমানই।

সাবেক একাধিক কূটনীতিক মনে করেন, বিএনপির আন্দোলনের প্রতি বিদেশিদের সহানুভূতি রয়েছে- এমন ভুল বার্তা জনগণের কাছে পেঁৗছে দেওয়ার কৌশল হিসেবেই এই মিথ্যাচার করা হয়েছে। এর ফলে বিএনপির আন্দোলনের দেউলিয়াত্ব প্রকটভাবে ধরা পড়েছে। হিতে বিপরীত হয়েছে।

গত বছর ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের আগেও রাজপথে আন্দোলনের পাশাপাশি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে জাতিসংঘসহ বিদেশিদের দ্বারস্থ হলেও বিএনপির লাভ হয়নি।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সিএম শফি সামি সমকালকে বলেন, নিজেদের জনসমর্থনের প্রতি আস্থা না রেখে বাইরের দেশ থেকে সার্টিফিকেট জোগাড় করার এই চেষ্টা রাজনৈতিক দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়, এটা হতাশাজনক।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর সমকালকে বলেন, এ ঘটনার মধ্য দিয়ে বন্ধু রাষ্ট্রগুলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সম্পর্কে খুবই নেতিবাচক বার্তা পেল। দেশের ভাবমূর্তির চেয়েও বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভাবমূর্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হলো।

সাবেক রাষ্ট্রদূত ও সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির সমকালকে বলেন, খালেদা জিয়ার পক্ষে যে ধরনের তথ্য প্রচার করা হয়েছিল, তা সবই অসত্য প্রমাণ হয়েছে। বিদেশি রাষ্ট্রগুলোর নামে মিথ্যা বিবৃতি প্রচারের ঘটনা খুবই লজ্জাজনক। এ ধরনের নজির আর আছে বলে জানা নেই।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সাবিহউদ্দিন আহমদের সঙ্গে গতকাল মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সূত্র জানায়, প্রভাবশালী দেশ ও সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বিএনপির আন্তর্জাতিক উইংয়ের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। তাদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, ড. ওসমান ফারুক, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহউদ্দিন আহমদ, আবদুল আউয়াল মিন্টু প্রমুখ। অবশ্য তাদের মধ্যে শমসের মবিন চৌধুরীকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

সূত্র জানায়, শমসের মবিন চৌধুরীকে গ্রেফতার করলেও থেমে নেই বিএনপির কূটনৈতিক তৎপরতা। শুক্রবার ঢাকাস্থ কুয়েত দূতাবাসে মধ্যপ্রাচ্যের ৪-৫টি দেশের কূটনীতিকদের সঙ্গে একটি বৈঠক করেন বিএনপির দু'জন দায়িত্বপ্রাপ্ত নেতা। বৈঠকে কূটনীতিকরা চলমান সংকট, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিএনপি নেতাদের কাছ থেকে অবহিত হন। এ সময় খালেদা জিয়াকে অবরুদ্ধ, দলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা, নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন করার অভিযোগ করেন বিএনপি নেতারা।

একইসঙ্গে তারা অভিযোগ করেন, দ্রুত সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে পরবর্তী নির্বাচনের কথা বলে সরকার গত বছর ৫ জানুয়ারি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় 'একতরফা' নির্বাচন করেছে। এখন সরকার সে অবস্থান থেকে সরে এসে জোর-জবরদস্তি করে পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাচ্ছে। তারা অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায়ের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টির তাগিদ দেন। জবাবে কূটনীতিকরা জানান, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটে তারা উদ্বিগ্ন। তারা সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন। এর অতিরিক্ত কিছু বলছেন না তারা।

সূত্র জানায়, গ্রেফতারের আগে ৬-৭টি দেশের ঢাকাস্থ কূটনীতিকদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে পৃথকভাবে বৈঠক করেন শমসের মবিন চৌধুরী। বিএনপির পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ রক্ষার গুরত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন সাবেক এ কূটনীতিক। ওই কূটনীতিকদেরও বর্তমান রাজনৈতিক সংকট সম্পর্কে বিস্তারিত অবহিত করেন শমসের মবিন।

বিএনপির একজন নেতা সমকালকে জানিয়েছেন, বিদেশিদের সঙ্গে যোগাযোগ বন্ধ করতেই সরকার মূলত শমসের মবিন চৌধুরীকে গ্রেফতার করেছে। শমসের মবিন চৌধুরীকে গ্রেফতারে বিএনপির বিদেশি যোগাযোগ রক্ষায় কিছুটা বিঘ্ন ঘটছে।

সূত্র জানায়, সম্প্রতি গোপনে সপ্তাহব্যাপী ভারত সফর করে এসেছেন ওসমান ফারুক ও আবদুল আউয়াল মিন্টু। এ সফরের মূল লক্ষ্য ছিল ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে সম্পর্কোন্নয়ন। ভারতে অবস্থানকালে তারা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে মতবিনিময় করেছেন বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। সফর শেষে দেশে ফিরে খালেদা জিয়াকে বিস্তারিত অবহিত করেন তারা।

বিজেপি প্রধানের খালেদা জিয়াকে ফোন এবং মার্কিন কংগ্রেস সদস্যদের বিবৃতির তথ্য ভুয়া প্রমাণ হয়েছে এরই মধ্যে। বিজেপি প্রধান অমিত শাহ নিজেই গতকাল গণমাধ্যমে স্পষ্ট করে বলে দিয়েছেন, খালেদা জিয়াকে তার ফোন করার তথ্য সঠিক নয় এবং এটি নিছকই গুজব। খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার জন্য উদ্বেগ প্রকাশে বিএনপির তরফে ছয় মার্কিন কংগ্রেসম্যানের প্রচার করা বিবৃতিটিও ভুয়া ছিল ।

দশম সংসদ নির্বাচনের আগেও জাতিসংঘসহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের রাজনীতিবিদ ও কূটনীতিকদের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হয়। একপর্যায়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসনকে টেলিফোন ও চিঠি দেন। বিবদমান দুই দলের সঙ্গে বৈঠক করে সমঝোতার মাধ্যমে সব দলের অংশগ্রহণে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে পাঠিয়েছিলেন। শেষ পর্যন্ত তার সফরও ব্যর্থ হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত