দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট
লালবাগে বাসায় বিস্ফোরণ, শিশুসহ আহত ৩
রাজধানীর লালবাগে একটি বাসায় বিস্ফোরণে ২ শিশুসহ ৩ জন আহত হয়েছেন।আহতদের মধ্যে একজনের হাত উড়ে গেছে। তাদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার দুপুর ৩টার দিকে লালবাগের ৩১ নম্বর সড়কের দোতলা একটি বাসায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বাপ্পী (২৫), হ্যাপি (১২) ও রিপন (৬)। তাদের মধ্যে বাপ্পীর ডান হাত উড়ে গেছে।ওই গৃহকর্তী ঝুমুর জানান, বিস্ফোরণের সময় তিনি রান্না ঘরে ছিলেন। হঠাৎ বিস্ফোরণে পুরো ঘর কেঁপে ওঠে।এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।
ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার মফিজউদ্দীন আহমদ জানান, ওই বাসায় বোমা বানানোর সময় বিস্ফোরণে তিনজন আহত হন।
শেয়ার করুন