দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট
নতুন মুদ্রানীতি ঘোষণা
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১৫.৫ শতাংশ নির্ধারণ করে চলতি অর্থবছরের (জানুয়ারি-জুন) দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে গভর্নর ড. আতিউর রহমান ছয় মাসের এ আগাম মুদ্রানীতি উপস্থাপন করেন। নতুন মুদ্রানীতির কর্মসূচিতে আগামী জুন নাগাদ বেসরকারি খাতে বার্ষিক ঋণ প্রবৃদ্ধি সাড়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগের মুদ্রানীতিতেও প্রোগ্রাম ছিল সাড়ে ১৫ শতাংশ। আগের মুদ্রানীতিতে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির প্রোগ্রাম ছিল ১৪ শতাংশ। চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৪৭ শতাংশ ধরা হয়েছে। সরকারের আশা অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধি অর্জিত না হলেও মূল্যস্ফীতি বাজেটে নির্ধারিত ৬ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
শেয়ার করুন