কভিড-১৯; ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন যা শিখাতে পারে পুরো যুক্তরাষ্ট্রকে
ইন্টারনেট থেকে নেওয়া ছবি
গত শুক্রবার আমেরিকার করোনাভাইরাস কমিতির সমন্বয়ক ডঃ দেবোরাহ বার্কস ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটন রাষ্ট্রকে তাদের ‘সামাজিক দূরত্ব’ নির্দেশনার জন্য প্রশংসা করেন।
তার দাবি, এই নির্দেশনা ইতিমধ্যে স্টেটগুলোতে ভাইরাসের সংক্রমণকে অনেকটা কমিয়ে দিয়েছে। আর তাই স্টেট দুটির এই নির্দেশনা দেশের অন্যান্য অংশের জন্য মডেল হিসাবে কাজ করতে পারে।
ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটন রাজ্যের নাগরিকদের কাজের জন্য আমরা সত্যিই প্রশংসা করি। এমনটা জানান ফেডারেল প্রশাসনের এই সমন্বয়ক। “কারণ আমরা গ্রাফে দেশটির অন্যান্য স্টেটগুলোর চেয়ে এই দুটি স্টেটের উন্নতি দেখতে পাচ্ছি” বার্কস হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।
সেইসাথে এমন উন্নতিতে তারা বিস্মিত বলে জানান। দেশটিতে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক হয়ে উঠেছে। আজ পর্যন্ত আক্রান্ত হন ৩ লক্ষের বেশি নাগরিক। সেইসাথে মৃতের সংখ্যা ৮ হাজারের বেশি। গত কয়েক দিন ধরে মৃত্যুর হার হাজারের নিচে যেন নামছেই না।
/এলএ বাংলা টাইমস/
শেয়ার করুন