“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
করোনা থেকে সুস্থ হয়ে উঠলো ৪ লাখ মানুষ
মহামারি করোনাভাইরাসে এলোমেলো গোটা বিশ্ব। বিশ্বের ২১০টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলের প্রায় ১৮ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। প্রাণ হারিয়েছে ১ লাখ ৮ হাজার ১৭৮ জন। তবে অপ্রতিরোধ্য এই ভাইরাসের সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ৪ লাখ ৮৭৬ জন।
এই ভাইরাসের সঙ্গে লড়াই করে সর্বোচ্চ ৭৭ হাজার ৫২৫ জন সুস্থ হয়েছে করোনার আতুরঘর চীনে। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ হাজার ১০৯ জন সুস্থ হয়ে উঠেছে স্পেনে। জার্মানিতে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৫৭ হাজার ৪০০ জন। ইরানে সুস্থ হয়েছে ৪১ হাজার ৯৪৭ জন। ইতালিতে সেরে উঠেছে ৩২ হাজার ৫৩৪ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে ২৮ হাজার ৭৫৫ জন।
এ ছাড়া ফ্রান্সে ২৬ হাজার ৩৯১, সুইজারল্যান্ডে ১২ হাজার ১০০ জন ও দক্ষিণ কোরিয়ার ৭ হাজার ২৪৩ জন সেরে উঠেছে এই ভাইরাসের সঙ্গে লড়াই করে।
প্রতিনিয়তই হাজার হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে। প্রাণ হারাচ্ছে হাজার হাজার। সুস্থ হয়ে ওঠার সংখ্যার চেয়ে অনেক বেশি গতিতি আক্রান্ত হচ্ছে মানুষ। প্রশ্ন থেকে যায় করোনাভাইরাসের এই রাহু গ্রাস থেকে কবে মুক্তি পাবে বিশ্ব?
এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি
শেয়ার করুন