“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে ৮৮৮ জনের মৃত্যু
যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় করোনায় ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটেনের হাসপাতালগুলোতে ৮৮৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৪৬৪ জনে দাঁড়িয়েছে। একই সময় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ২১৭ জনে পৌঁছেছে।
এদিকে রয়টার্স জানিয়েছে, গাউন ও পিপিই পর্যাপ্ত পরিমাণে না পেলে ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীরা কাজে যোগদান নাও করতে পারেন। স্বাস্থ্যকর্মীদের ইউনিয়ন সরকারের উদ্দেশে এ হুঁশিয়ারি দিয়েছে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক আগামী কয়েক দিন তিনি হাসপাতালে পর্যাপ্ত পিপিই সরবরাহের তিনি নিশ্চয়তা দিতে পারছেন না। এর পরিপ্রেক্ষিতেই শনিবার স্বাস্থ্যকর্মীদের ইউনিয়ন এ হুঁশিয়ারি দিয়েছে।
এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি
শেয়ার করুন