“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
যুক্তরাজ্যে করোনায় মৃত্যু ১৯ হাজার ছাড়িয়েছে
যুক্তরাজ্যে করোনায় মৃত্যু ১৯ হাজার ছাড়ালো। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে ৭৬৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ইংল্যান্ডে ৫৮৭ জন, ওয়ায়লসে ১১০ ও স্কটল্যান্ডে ৬৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এতে মৃতের মোট সংখ্যা ১৯ হাজার ৫০৬ এ পৌঁছেছে।
এর আগে বৃহস্পতিবার দেশটিতে করোনায় ৬৩৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়। আর বুধবার এ সংখ্যা ছিল ৭৬৩।
এই মৃতের তালিকায় সরকার কেবল হাসপাতালে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের অন্তর্ভূক্ত করেছে। বাড়িতে কিংবা হোম কেয়ার সেন্টারগুলোতে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের এর অন্তর্ভূক্ত করা হয়নি। বিশেষজ্ঞদের ধারণা সরকার করোনায় মৃতদের যে সংখ্যা প্রকাশ করছে, বাস্তব সংখ্যা এর চেয়ে ৪০ শতাংশ বেশি।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৮৪ জন। এতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৪৬৪ তে পৌঁছেছে।
এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি
শেয়ার করুন