যুক্তরাষ্ট্রে শীঘ্রই অনুমোদন পাচ্ছে টিকা
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রে শীঘ্রই ফাইজার ও বায়োএনটেকের টিকা অনুমোদন পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন ফাইজার ও বায়োএনটেকের টিকা নিয়ে ইতিবাচক মতামত দিয়েছে৷
মঙ্গলবার (৮ ডিসেম্বর) অনলাইনে ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন ফাইজার ও বায়োএনটেকের টিকার কার্যকারিতা সম্পর্কে ফল প্রকাশ করে৷
প্রকাশিত ফলাফলে ফাইজার ও বায়োএনটেকের টিকা করোনা প্রতিরোধে কার্যকর বলে দেখা গেছে।
তবে ইতিবাচক ফল এলেও এখনই টিকা চূড়ান্ত অনুমোদন পাচ্ছে না। টিকার অনুমোদন পেতে বৃহস্পতিবার স্বাধীন বিজ্ঞানীদের একটি প্যানেলের কাছে টিকা বিষয়ে আনুষ্ঠানিক শুনানি দিতে হবে ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন এর প্রতিনিধি দলের।
শুনানি শেষে স্বাধীন বিজ্ঞানীদের দল টিকা কতোটা কার্যকরী, সেই বিষয়ে মতামত প্রকাশ করবে। সেটির উপর ভিত্তি করেই টিকার অনুমোদন দেওয়া হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক দাবি করেছিলো, তাদের তৈরি করোনার টিকা করোনার হালকা ও ভারী সংক্রমণের ক্ষেত্রে ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর।
ইতোমধ্যে যুক্তরাজ্যে এই টিকার অনুমোদন দিয়েছে৷ আজ থেকে টিকাদান কার্যক্রমও শুরু হয়ে গেছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন