বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো
যুক্তরাজ্যে একদিনে ফের রেকর্ড মৃত্যু
প্রতিনিয়ত প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রকোপ বেড়েই চলেছে যুক্তরাজ্যে। দেশটি বুধবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রথমবারের মতো এক হাজার ৬৪ জনের মৃত্যু হয়েছে।
এনিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৮৪ হাজার ৭৬৭ জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ৪৭ হাজার ৫২৫ জন। এতে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ছাড়ালো।
দেশটিতে করোনার নতুন ধরনের প্রকোপ রুখতে চলছে কঠোর লকডাউন। খুব গুরুত্বপূর্ণ কোন প্রয়োজন ছাড়া দেশটিতে কারো বাইরে গেলে গুণতে হচ্ছে জরিমানা।
এছাড়া এরই মধ্যে দেশটির চিফ মেডিক্যাল অফিসার সতর্ক করে বলেছেন, আগামী সপ্তাহগুলোতে করোনার ভয়াবহ রূপ আরও আসতে পারে।
এনিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রয়োজনে আরও কঠোর বিধিনিষেধ আসতে পারে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনার আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।
News Desk
শেয়ার করুন