বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
যুক্তরাষ্ট্রে আরো ৫৩২৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭ হাজার
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা এখনো নিয়ন্ত্রণে আসেনি। শুক্রবার (১২ জানুয়ারি) দেশজুড়ে মারা গেছে আরো ৫ হাজার ৩২৩ জন। আক্রান্ত হয়েছে অন্তত ৯৭ হাজার ৫২৫ জন।
জনস হপকিন্স ইউনিভার্সিটি সূত্র মতে এই তথ্য পাওয়া গেছে।
মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮০ হাজার ৭৬৭ জন। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৪ লাখ ৯০ হাজার ৩৭ জন।
এদিকে শুক্রবার ক্যালিফোর্নিয়ায় মোট মৃত্যু হয়েছে ৪৫৯ জন বাসিন্দার। এছাড়া আক্রান্ত হয়েছে আরো ৯ হাজার ৫৩৩ জন। গত সাতদিনের গড় মৃত্যুর হার হলো ৪০১ জন।
ক্যালিফোর্নিয়ার কাউন্টিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লস এঞ্জেলেস কাউন্টি। গত দুই সপ্তাহে লস এঞ্জেলেস কাউন্টিতে আক্রান্ত হয়েছে ৫৭ হাজার ৪৫১ জন।
শুক্রবার লস এঞ্জেলেস কাউন্টিতে মৃত্যু হয়েছে আরো ১৩১ জন বাসিন্দার। নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৩ হাজার ১৫৯ জন বাসিন্দা।
এদিকে, করোনা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে চলছে জোরদার টিকাদান কর্মসূচি। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ৬ কোটি ৯০ লাখ ১৪ হাজার ৭২৫ ডোজ টিকা বিতরণ করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন