নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
সাউথ আফ্রিকার স্ট্রেইন কমিয়ে দেয় টিকা সুরক্ষা: ফাইজার
ছবি: এলএবাংলাটাইমস
সাউথ আফ্রিকার স্ট্রেইনের বিরুদ্ধে ফাইজারের টিকা কতোটা সুরক্ষিত, সেই ব্যাপারে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
ল্যাবরেটরি গবেষণায় দেখা গেছে, সাউথ আফ্রিকার স্ট্রেইন ফাইজার ও বায়োএনটেকের টিকার সুরক্ষা দুই-তৃতীয়াংশ কমিয়ে দেয়। এছাড়া মিউটিশনের বিরুদ্ধে এটি কতোটা কার্যকরী, সেটিও নিশ্চিত নয় প্রতিষ্ঠানটি।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) ফাইজার ও বায়োএনটেক এই কথা জানায়।
প্রতিষ্ঠানটি আরো জানায়, গবেষণায় টিকাটি সাউথ আফ্রিকার স্ট্রেইনকে প্রতিরোধ করতে পারে, সেই বিষয়ে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
তবু নতুন স্ট্রেইনকে সম্পূর্ণ পরাস্ত করতে আরো কার্যকরী টিকার বুস্টার তৈরি ও এমআরএনএ প্রযুক্তিকে আরো শক্তিশালী করার বিষয়ে কাজ চলছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন