উপসর্গ ছাড়া সংক্রমণ ঠেকাতে ৯৪% কার্যকর ফাইজারের টিকা
ছবি: এলএবাংলাটাইমস
উপসর্গ ছাড়া করোনার সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে ফাইজার ও বায়োএনটেকের টিকা ৯৪ শতাংশ পর্যন্ত কার্যকর বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
এর ফলে করোনার সংক্রমণের সম্ভাবনা অনেকাংশে কমে যায় বলেও জানায় ফাইজার ও বায়োএনটেক।
ইসরায়েলের রিয়েল-ওয়ার্ল্ড ডাটার উপর ভিত্তি করে এই দাবি করে টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।
ফাইজার ও বায়োএনটেক জানায়, ইসরায়েলে তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের টিকা উপসর্গসহ করোনার সংক্রমণ, মৃত্যু ও রোগ সংক্রমণ ঠেকাতে ৯৭ শতাংশ পর্যন্ত কার্যকরী।
এছাড়া করোনার নতুন ভ্যারিয়েন্টগুলো ঠেকানোর ক্ষেত্রেও ফাইজার ও বায়োএনটেকের টিকা বেশ কার্যকরী বলে তথ্যে উঠে এসেছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন