শিশুদের উপর টিকার ট্রায়াল শুরু করছে মডার্না
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক কোম্পানি মডার্না এবার শিশুদের উপর করোনার টিকা প্রয়োগের পদক্ষেপ নিচ্ছে।
যুক্তরাষ্ট্র ও কানাডার সাত হাজার শিশুর উপর এই টিকার ট্রায়াল সম্পন্ন করা হবে। টিকার ট্রায়ালের জন্য ছয় মাস থেকে ১২ বছর বয়েসী শিশুদের এই টিকার পরীক্ষামূলক কার্যক্রমে যোগ করা হচ্ছে।
ইতোমধ্যে ১২ বছরের বেশি বয়েসী শিশুদের উপর টিকার ট্রায়াল চালিয়েছে মডার্না। তবে নবজাতক ও ছোট শিশুদের উপর এবারই প্রথম ট্রায়াল চালানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে কবে নাগাদ এই ট্রায়াল সম্পন্ন হবে সেটি জানায়নি প্রতিষ্ঠানটি।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পূর্ণবয়স্ক বাসিন্দাদের উপর মডার্নার টিকা প্রয়োগ করা হচ্ছে। এখন পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি এই টিকাটির কারণে।
মডার্নার তৈরি টিকাতেও ফাইজার ও বায়োএনটেক এর মতোই আরএনএ টেকনোলজি ব্যবহার করেছে। তবে মডার্নার তৈরি টিকাটি সংরক্ষণে সুবিধা বেশি। অল্প তাপমাত্রায় এই টিকাটি সহজে সংরক্ষণ করা যায়। দুইটি টিকাই ক্লিনিক্যাল ট্রায়ালে ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকারী বলে প্রমাণিত হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন