করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যসচিব
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল) দুপুরে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বরে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে স্বাস্থ্যসচিব আবদুল মান্নানের শারীরিক জটিলতা দেখা দেয়। তাই শুক্রবার এই হাসপাতালে ভর্তি হয়েছেন। ওনার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা নিয়েছিলেন আব্দুল মান্নান।
শেয়ার করুন