টিকার পূর্ণ ডোজ সম্পন্ন হলে ভ্রমণ করা যাবে: সিডিসি
ছবি: এলএবাংলাটাইমস
যেসব মার্কিনী করোনার টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেছেন, তারা চাইলে নিরাপদে ভ্রমণ করতে পারবেন বলে নির্দেশনা জারি করেছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)।
সিডিসি জানিয়েছে, যারা টিকার ডোজ সম্পন্ন করেছেন, তাদের করোনায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা ও তাদের মাধ্যমে করোনার সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কম।
সিডিসি প্রজ্ঞাপনে লিখেছে, 'যারা ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) অনুমোদিত টিকা নিয়েছেন, তারা ভ্রমণ করতে পারবেন'।
ফলে যাদের করোনার টিকা নেওয়া সম্পন্ন হয়েছে, তাদের ভ্রমণের আগে বা পরে করোনা পরীক্ষার প্রয়োজন পড়বে না। তবে যেই স্থানে ভ্রমণ করছেন, সেখানের কর্তৃপক্ষ যদি ভ্রমণের পর করোনা পরীক্ষার নিয়ম জারি রাখে, তবে করোনা পরীক্ষা করাতে হবে৷ একই সাথে তাদের প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টানে থাকার প্রয়োজন পড়বে না।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন