বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
ফাইজারের টিকা তৃতীয় ডোজ লাগতে পারে
ছবি: এলএবাংলাটাইমস
ফাইজার ও বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা তৃতীয় ডোজ পর্যন্ত প্রয়োজন হতে পারে।
পাশাপাশি তৃতীয় বুস্টার ডোজের পর প্রতি বছর একটি করে নতুন ডোজ নিতে হতে পারে। ফাইজার এর প্রধান নির্বাহী প্রধান অ্যালবার্ট বোরলা গণমাধ্যমে এসব কথা বলেন।
ফাইজারের প্রধান নির্বাহী বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গেছে, ৬ থেকে ১২ মাসের মধ্যে তৃতীয় আরেকটি বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে। এবং পরে প্রতি বছর ভ্যাকসিন নিতে হতে পারে। তবে এখনও কোনো কিছুই নিশ্চিত নয়‘।
তিনি আরো বলেন, করোনাভাইরাসের নতুন স্ট্রেইন কেন্ট স্ট্রেইন আর অন্যান্য স্ট্রেইনগুলোর উপর অনেককিছু নির্ভর করছে।
ফাইজারের টিকার কার্যকারিতা পরীক্ষায় দেখা গেছে, তাদের উৎপাদিত ভ্যাকসিন দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৯৫ ভাগ পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম।
তবে এখন পর্যন্ত করোনাভাইরাসের ভ্যাকসিনগুলোর কার্যকারিতা কতদিন থাকবে এ ব্যাপারে গবেষকরা এখনও নিশ্চিত নন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন