অবৈধ অভিবাসন দমনে হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেরত চুক্তি
মডার্না টিকা নেওয়ার পরদিন নারীর মৃত্যু!
ছবি: এলএবাংলাটাইমস
মডার্নার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের ঠিক পরদিন অরেঞ্জ কাউন্টির এক নারীর মৃত্যু হয়েছে। এই বিষয় নিয়ে অরেঞ্জ কাউন্টির বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
অরেঞ্জ কাউন্টি করোনার্স অফিস ঘটনাটির তদন্ত করে দেখছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টিকা গ্রহণের পর মৃত একজন বয়স্ক নারী।
মৃতের পরিবার জানান, টিকা গ্রহণের আগেও তাদের দাদি সম্পূর্ণ সুস্থ ছিলো। টিকা নেওয়ার পরদিনই হুট করে তার মৃত্যু ঘটে।
কর্তৃপক্ষ জানায়, 'এই বিষয়টি নিয়ে আরো বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে। এটি টিকার প্রভাবে মৃত্যু বা অন্য কোনো কারণ আছে কী না, সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে'।
মৃতের পরিবার জানান, তাদের দাদি সুস্থ ও সবল একজন নারী ছিলেন। টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করার পর তিনি শারীরিক উপসর্গের কথা জানান। মাথাব্যথা, ঠান্ডাসহ অন্যান্য কিছু উপসর্গ দেখা দেয়।
এদিকে, ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, টিকা গ্রহণের পর প্রতি লাখে ২ জনের মৃত্যুর ঘটনা রেকর্ড হয়েছে। তবে এর কোনো মৃত্যুর কারণই সরাসরি টিকা গ্রহণ নয়।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন