অবৈধ অভিবাসন দমনে হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেরত চুক্তি
শিশুদের জন্য ফাইজারের টিকা অনুমোদন পাচ্ছে শীঘ্রই
ছবি: এলএবাংলাটাইমস
১২ থেকে ১৫ বছর বয়েসী টিনএজ শিশুদের জন্য তৈরি ফাইজারের করোনা টিকা শীঘ্রই অনুমোদন পেতে পারে। ইতোমধ্যে ফাইজার ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদনের জন্য আবেদন করেছে।
সরকারি এক কর্মকর্তার বরাতে জানা যায়, আগামী সপ্তাহে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে (এফডিএ) ১২ থেকে ১৫ বছর বয়েসী টিনএইজ ও শিশুদের জন্য ফাইজারের টিকা অনুমোদন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ফাইজার ইতোমধ্যে এফডিএর কাছে শিশুদের টিকা জরুরি ভিত্তিতে অনুমোদনের আবেদন জানিয়েছে। সরকারি ওই কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানান, এফডিএ অনুমোদনের প্রক্রিয়া শুরু করবে ও এটি সোজাসাপ্টাভাবে পর্যবেক্ষন করা হবে।
এফডিএ ইতোমধ্যে ফাইজারের উপস্থাপন করা তথ্য পর্যবেক্ষণ করে দেখছে। মার্চ মাসের শেষে চালানো কার্যকারিতা পরীক্ষায় দেখা গেছে, ১২ থেকে ১৫ বছর বয়েসীদের জন্য এই টিকা করোনার বিরুদ্ধে শতভাগ কার্যকরী। বর্তমানে ১৬ বছর বয়েসীদের এই টিকা প্রয়োগ করা হচ্ছে।
টিকার চূড়ান্ত অনুমোদন দেওয়া আগে টিকা বিষয়ক ইন্ডিপেন্ডেন্ট কমিটি এবং সংশ্লিষ্ট বায়োলজিক্যাল কমিটি ফাইজারের তথ্যগুলো বিশ্লেষণ করে দেখবে। সেগুলোর অনুমোদন পাওয়ার পর ১২ থেকে ১৫ বছর বয়েসীদের জন্য এই টিকা ইমার্জেন্সি ইউজ অথোরাইজেশন পাবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন