শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
টিকা নিয়ে ব্যঙ্গ, করোনায় মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ায় টিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ করা এক ব্যক্তি প্রায় এক মাস করোনার সাথে যুদ্ধ করে অবশেষে মারা গেছেন।
স্টিফেন হারমন নামের ওই ব্যক্তি শুরু থেকেই টিকা বিরোধী ছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকা নিয়ে বেশ কয়েকটি ব্যাঙ্গাত্মক পোস্ট শেয়ার করেন। এই ব্যক্তি হিলসং মেগাচার্চের একজন ভক্ত।
জুনে ৩৪ বছর বয়েসী ওই ব্যক্তি টুইটার পোস্টে এর আগে লিখেন, '৯৯টি সমস্যা নিয়ে ঘুরলেও এসবের তালিকায় টিকা নেই'।
স্টিফেনের দেহে করোনা শনাক্ত হওয়ার পর শরীরের অবস্থা দ্রুত খারাপ হয়ে যায়। একই সাথে নিউমনিয়া ধরা পরে। পরে তাকে লস এঞ্জেলেসের বাইরে একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (২১ জুলাই) তার মৃত্যু হয়।
মৃত্যুর শেষ দিনগুলোতে স্টিফেন করোনার বিরুদ্ধে যুদ্ধ করে বেঁচে থাকতে চেয়েছেন ও হাসপাতালের বিছানায় শুয়ে বিভিন্ন ছবি শেয়ার করেন।
তবে করোনায় ভুগতে থাকার সময়েই টিকা বিরোধী সিদ্ধান্ত বজায় রাখেন স্টিফেন। তিনি বলেন, 'ধর্মীয় বিশ্বাসের কারণে টিকা নিতে অস্বীকৃতি জানাই'।
মৃত্যুর আগ মুহুর্তেও ব্যঙ্গ করে স্টিফেন বলেন, আমি যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনি ফাউসির থেকে বাইবেলকে বেশি বিশ্বাস করি৷
ক্যালিফোর্নিয়ায় সাম্প্রতিক সময়ে ডেল্টা ভ্যারিয়েন্ট এর প্রভাবে করোনার সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। এদের মধ্যে অধিকাংশই টিকা গ্রহণ করেনি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন