এবার টিকার তৃতীয় ডোজের চূড়ান্ত অনুমোদন দিল সিডিসি
ছবি: এলএবাংলাটাইমস
শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম তাদের জন্য প্রস্তাবিত করোনার টিকার তৃতীয় ডোজের অনুমোদন দিয়েছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
সিডিসি শুক্রবার (১৩ আগস্ট) জানান, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, তারা টিকার তৃতীয় ডোজ নিতে পারেন। এর আগে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এটির অনুমোদন দেয়৷
বৃহস্পতিবার (১২ আগস্ট) এফডিএ মোট মার্কিনীর ৩ শতাংশ বাসিন্দা, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা মাত্রাতিরিক্ত কম, তাদের জন্য তৃতীয় ডোজ অনুমোদন দেয়।
সিডিসি ডিরেক্টর ড. রোচেল ওয়ালেন্সকি বিবৃতিতে বলেন, 'করোনার বিরুদ্ধে সবচেয়ে বেশি সংবেদনশীল যারা, তাদের টিকার মাধ্যমে পুরোপুরি নিশ্চয়তা দিতে এফডিএর সুপারিশপূর্বক সিডিসি এটির অনুমোদন দিল'।
ইসরায়েল ও জার্মানিসহ কিছু দেশ তাদের জনগণকে টিকার দুই ডোজের পরিবর্তে তিনটি ডোজ দিয়েছে। মূলত ডেল্টা ভাইরাসের সাথে মোকাবিলা করার জন্যই এই পদক্ষেপ নিয়েছে দেশগুলো।
ফাইজার জানায় এর টিকার কার্যকরিতা সময়ের সাথে সাথে কমতে থাকে। এক গবেষণায় দেখা যায়, দ্বিতীয় ডোজের ফাইজারের টিকা করোনা থেকে শতকরা ৯৬ ভাগ সুরক্ষা দিলেও চার মাস পর এটি শতকরা ৮৪ ভাগ সুরক্ষা দেয়।
মর্ডানাও জানিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রামক প্রবণতার কারণে এটির কার্যকরিতাও সময়ের সাথে সাথে কমে যায়।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন