আপডেট :

        নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হোম ডিপো থেকে কোটি ডলারের পণ্য চুরি, ১৪ জন গ্রেপ্তার

        ওষুধ নয়, অস্ত্রোপচারও নয়: সহজ হাঁটার কৌশলেই আর্থ্রাইটিস ব্যথা কমাতে সাফল্য বিজ্ঞানীদের

        জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক পরিষদ গঠনের উদ্যোগ

        সনাতন ধর্মীয় তীর্থস্থানে উসকানি প্রতিরোধে প্রশাসনকে নির্দেশ

        বিজরীর প্রতিধ্বনি: নজরুলের গানে নারীর স্বাধীনতার স্বর

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        মোদি-ট্রাম্পের বন্ধুত্ব ভেঙে পড়ল: 'অত্যন্ত ভয়ংকর' বলে ট্রাম্পের তিরস্কার, ভারতে রাজনৈটিক ঝড়!

        হিজাব নিয়ে বিতর্কে ভিকারুননিসার শিক্ষিকা বরখাস্ত, তদন্তের প্রতিশ্রুতি

        প্রেমের গল্পে নতুন অধ্যায়: টেলর সুইফট-কেলসের বাগদানে উচ্ছ্বাস!

        ডাচ ক্রিকেট দলে নতুন মুখ: সিলেটে বাংলাদেশ সিরিজের জন্য তিন পরিবর্তন

        শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ থেকে আনুষ্ঠানিক বিচার শুরু

        অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে 'দুর্বল নেতৃত্বের ফল' বলে আখ্যায়িত করল ইরান

        দক্ষিণ লস এঞ্জেলেসে গুলিবর্ষণে আহত ৫ জন

        ট্রাম্পের ঘোষণা: ওয়াশিংটন ডিসির খুনের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে

        ক্যালিফোর্নিয়ার অ্যাকটনে গাড়ির ভেতরে দুইজনের মরদেহ উদ্ধার

        মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জয়: ৩৭% শ্রমিক বাংলাদেশি

        স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কেজিএফ’ অভিনেতা দিনেশ মাঙ্গালোর

        সাকিবের মনের শান্তি: পরিবারের সঙ্গে কাটানো সময়

আজ থেকে মঞ্চে আসছে ‘আত্মজয়’

আজ থেকে মঞ্চে আসছে ‘আত্মজয়’

আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সচেতনতার ওপর ভিত্তি করে নির্মিত নতুন নাটক ‘আত্মজয়’। শিল্পকলার মঞ্চে শূন্যন রেপার্টরি থিয়েটারের চতুর্থ প্রযোজনা আজ ২৭ ও আগামীকাল ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে এই নাটকের দুইটি প্রদর্শনী হবে।

সাম্প্রতিক বছরে তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। সামাজিক চাপ, সম্পর্কের টানাপোড়েন, শিক্ষা ও পেশাগত ব্যর্থতা, আর্থিক সংকট এবং পারিবারিক মতানৈক্য- এসব কারণ মানসিক চাপকে তীব্রতর করে তোলে। তবে আত্মহত্যা প্রতিরোধ সম্ভব, যদি আমরা একে অন্যের পাশে দাঁড়াই এবং মানসিক সহায়তা প্রদান করি। এ বার্তাই তুলে ধরেছে ‘আত্মজ’' নাটকটি।

থিয়েটারের শক্তিশালী মাধ্যমকে ব্যবহার করে এটি যুবসমাজের মধ্যে আশার আলো জাগাতে, আত্মবিশ্বাস বাড়াতে এবং জীবনকে ইতিবাচকভাবে গ্রহণ করতে উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্দেশক ও কলাকুশলীরা।

‘আত্মজয়’ নাটকটি রচনা করেছেন মোমেনা চৌধুরী। নির্দেশনায় রয়েছেন শামীম সাগর। অভিনয় করেছেন- মোমেনা চৌধুরী, তাহমিনা সুলতানা মৌ, মুনিরা অবনী, রাফিউল রকি, তানভীর সানি প্রমুখ। আলোক পরিকল্পনায় ঠাণ্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনায় প্রাণ রায়। সংগীত পরিকল্পনায় নির্ঝর চৌধুরী, পোশাক পরিকল্পনায় সামিউন জাহান দোলা, কোরিওগ্রাফিতে তাহমিনা সুলতানা মৌ, পোস্টার পরিকল্পনায় সাকিল সিদ্ধার্থ এবং শিল্প নির্দেশনায় রয়েছেন শাহনেওয়াজ কাকলী।

নাটকটির গল্প দ্বীপ ও মমতাজ নামে দুটি প্রধান চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়। তারা জীবনের কঠিন বাস্তবতার কাছে পরাজিত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। একটি নির্জন স্থানে যখন তারা নিজেদের জীবনের ইতি টানার জন্য প্রস্তুত, তখন এক রহস্যময় ব্যক্তির আবির্ভাব ঘটে। এই ব্যক্তির উপস্থিতিতে দ্বীপ ও মমতাজ তাদের জীবনের নানা দুঃখ-কষ্ট ও হতাশার কথা শেয়ার করে। ধীরে ধীরে তারা উপলব্ধি করে, জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান এবং প্রতিটি সংকটকেই জয় করা সম্ভব যদি নিজের প্রতি বিশ্বাস রাখা যায়।

নাট্যকার ও অভিনেত্রী মোমেনা চৌধুরী নাটকটি প্রসঙ্গে বলেন, ‘থিয়েটার আমার কাছে শুধুই বিনোদন নয়, এটি সমাজের দর্পণ, ভাবনার খোরাক, এবং পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। আমি সবসময় সমাজের সমসাময়িক এবং জরুরি বিষয়গুলো নিয়ে কাজ করতে পছন্দ করি। সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে, বিশেষ করে তরুণ সমাজে। এর অন্তর্গত বিষয় খুঁজতেই ‘আত্মজয়’ রচনার প্রয়াস। নাটকের বার্তা হলো- অন্ধকার যত গভীরই হোক, আশার আলো সবসময় থাকে। এই নাটকের রহস্যময় চরিত্রটিও দর্শকের মনে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরির প্রয়াস চালায়, যেখানে আত্মহত্যার বিপরীতে আত্মজয়কে তুলে ধরা হয়েছে।’

‘আত্মহত্যাপ্রবণতা একটি জটিল সামাজিক ও মানসিক বিষয়, যা বিভিন্ন সমাজ ও দর্শনে ভিন্নভাবে বিবেচিত হয়েছে। আধুনিক মনোবিজ্ঞানের মতে, এটি একটি সাময়িক সংকট, যা প্রতিরোধযোগ্য। সাংস্কৃতিক মাধ্যমে সচেতনতা তৈরি করে আমরা এ ধরনের সংকট মোকাবিলার পথ দেখাতে পারি, এবং সেই চেষ্টাই রয়েছে আত্মজয়-এ।’

নাটকটি দর্শকদের মধ্যে আত্মপ্রত্যয় ও জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেছেন নাটকসংশ্লিষ্ট সবাই।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত